'অনাহারে' শবর সম্প্রদায়ের কয়েকজনের মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে চাপান উতোর চলছে।
হাইলাইটস
- আটক হলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী
- বামেদের বিক্ষোভ রুখতে যথেষ্ট সক্রিয় ছিল পুলিশ
- অল্প সময়ের মধ্যেই মেলা চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়
কলকাতা: বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। নিউটাউনে বসেছে খাদ্য মেলা আহারে বাংলার আসর। নানা ধরনের খাবারের স্বাদ চেখে দেখার সুযোগ করে দিতেই প্রতি বছর মেলার আয়োজন করে রাজ্য সরকার। দেশ বিদেশের নানা পদের সঙ্গেই থাকে বাংলার নিজস্ব কিছু খাবার।
এবারও সেই মেলার আসর বসেছে। সেখানেই বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন সুজন সহ আরও কয়েকজন। বাম নেতা কর্মীদের দাবি এ রাজ্যের জঙ্গল মহলে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। সে সব নিয়ে চিন্তা না করে রাজ্য সরকার করের টাকায় খাবারের মেলা করছে। এরই প্রতিবাদ করতে যান তাঁরা।
সাতজন শবরের অনাহারে মৃত্যুর রিপোর্ট সম্পূ্র্ণ ভ্রান্তঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বিক্ষোভ রুখতে যথেষ্ট সক্রিয় ছিল পুলিশ। বাম নেতা কর্মীদের অল্প সময়ের মধ্যেই মেলা চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়। সুজনদের পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়। কিছুটা সময় বাদে সকলকেই ছেড়ে দেয় পুলিশ। গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সিপিএম সহ একাধিক বাম সংগঠন। তাদের দাবি গায়ের জোরে বিক্ষোভ দমন করা হয়েছে।
জঙ্গলমহলে ' অনাহারে ' শবর সম্প্রদায়ের কয়েকজনের মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে চাপান উতোর চলছে। বিরোধীরা বলছে অনাহারেই প্রাণ গিয়েছে তাঁদের। একই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনাতেও সরব হয়েছে তারা। সাড়ে সাত বছর আগে ক্ষমতায় এসে জঙ্গলমহলের উন্নয়নকে পাখির চোখ করা তৃণমূলের কাছে বিষয়টি চরম অস্বস্তিকর। তবে বিরোধীদের দাবি খারিজ করেছে সরকার পক্ষ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)