নিউ দিল্লি: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের লোকসভা নির্বাচনের (Lok Sabha election) জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মার নিয়োগের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানাল সিপিএম (CPM)। তাদের অভিযোগ, কে কে শর্মা এক বছর আগেই আরএসএসের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঙ্গলবারই নির্বাচন কমিশন কয়েকটি স্পর্শকাতর রাজ্যের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করেন। কে কে শর্মা ওই চারজনের মধ্যেই একজন। সিপিএমের পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসুর লেখা ওই চিঠিতে বলা হয়, “আরএসএসের মদতপুষ্ট সীমা জাগরণ মঞ্চের একটি শাখা সীমা চেতনা মঞ্চ আয়োজিত একটি দু'দিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন এই অবসরপ্রাপ্ত ডিজি। এই কথা তো প্রায় সবারই জানা। তাই নির্বাচন কমিশনের এই নিয়োগ কোনওভাবেই প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমরা এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখতে অনুরোধ করছি নির্বাচন কমিশনকে”।
মহিলাদের নিয়ে কী মন্তব্য করেছিলেন তেজস্বী সূর্য, যা প্রার্থী হয়ে ডিলিট করে দিলেন!
পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের লোকসভা নির্বাচনে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফের প্রাক্তন প্রধান কে কে শর্মার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, কেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে এই দায়িত্ব দেওয়া হবে? উনি যখন ডিজি পদে ছিলেন, তখন উনি আরএসএস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওদের নিজস্ব পোশাক পরেই। তাহলে আমরা তাঁকে মানব কেন? কী ভিত্তিতে মানব?
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)