This Article is From Mar 20, 2019

লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে আরও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম

দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বুধবার এই মর্মে। সেই বিবৃতিটিতে জানানো হয়, “খুব তাড়াতাড়িই লোকসভা নির্বাচনের বাকি প্রার্থীদের নাম ও তাঁদের কেন্দ্রের নাম ঘোষণা করে দেওয়া হবে”।

লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে আরও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম

পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে রয়েছে ১৩ জন প্রার্থী।

নিউ দিল্লি:

বুধবার লোকসভা নির্বাচনের (Lok Sabha election) জন্য আরও ২০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করে দিল সিপিএম (CPI-M)। এই ২০ জন প্রার্থীর মধ্যে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে রয়েছে ১৩ জন প্রার্থী। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে রয়েছে ২ জন করে প্রার্থী এবং ঝাড়খন্ড, কর্নাটক ও উত্তরাখন্ড থেকে রয়েছে ১ জন করে প্রার্থী। গত ১৬ মার্চ সিপিএম তাদের ৪৫ জন প্রার্থীর একটি তালিকা (Candidates list) ঘোষণা করেছিল লোকসভা নির্বাচনের (Lok Sabha election) জন্য। বুধবারের পর সিপিএমের মোট ঘোষিত প্রার্থীর সংখ্যা হল ৬৫ জন।

আসন্ন লোকসভা নির্বাচন সবচেয়ে কঠিন লড়াই, মেনে নিচ্ছেন বাম নেতারাই

দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বুধবার এই মর্মে। সেই বিবৃতিটিতে জানানো হয়, “খুব তাড়াতাড়িই লোকসভা নির্বাচনের বাকি প্রার্থীদের নাম ও তাঁদের কেন্দ্রের নাম ঘোষণা করে দেওয়া হবে”।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন সমঝোতা করার কথা প্রাথমিকভাবে চললেও, পরে দুই দলই জানিয়ে দেয় যে, সেটি আর হচ্ছে না।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.