This Article is From Jun 24, 2019

“কাট মানি” ইস্যুতে উত্তাল বিধানসভা, একযোগে বিক্ষোভ সিপিআই(এম)-কংগ্রেসের

সম্প্রতি এক দলীয় বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের “কাট মানি” প্রসঙ্গ তুলে সতর্ক করে দেন।

“কাট মানি” ইস্যুতে উত্তাল বিধানসভা, একযোগে বিক্ষোভ সিপিআই(এম)-কংগ্রেসের
কলকাতা:

শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) “কাট মানি”("cut money")  ইস্যুর আঁচ এবার পড়ল বিধানসভাতেও । সোমবার “কাট মানি” প্রসঙ্গ তুলে রাজ্যের বিধানসভায় বিরোধী দল সিপিআই(এম)(CPIM) ও কংগ্রেসের(CONG) বিধায়করা তুমুল বিক্ষোভ দেখান। পরে তাঁরা “কাট মানি” কেলেঙ্কারির যথাযথ তদন্তের দাবি তুলে বিধানসভা থেকে ওয়াকআউটও করেন। সোমবার কাট মানি("cut money")  ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ আন্দোলনে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে । শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চিত্কার করে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের বিধায়করা। সিপিআই(এম) এবং কংগ্রেস, দুই দলেরই বিধায়করা চিত্কার করতে করতে ওয়েলে নেমে আসেন এবং সরকারের কাছে “কাট মানি” ইস্যুতে তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন। এই বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করেন তাঁরা। “কাট মানি” ফিরিয়ে দিতে হবে বলে শ্লোগান দিতে দিতে বিধানসভার অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান বিরোধী দুই দলের বিধায়করা।

বঙ্গে গানে গানে ভাইরাল, মমতার “কাট মানি”, হুঁশিয়ারি

“আমরা চাই ‘কাট মানি' বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করুক রাজ্য সরকার। আমরা জানতে চাই যে কারা কারা ওই টাকা নিয়েছে”, বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে এমনটাই বলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বিরোধী দলের বিধায়করা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভও দেখান। পোস্টার ও প্ল্যাকার্ডগুলিতে লেখা দেখা যায়, “'কাট মানি' মানে ‘চিফ মিনিস্টার' অর্থাত্ মুখ্যমন্ত্রী”। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখানোর পর তাঁরা ফের বিধানসভার কক্ষে প্রবেশ করেন এবং অধিবেশনে অংশ নেন। বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধীদের দেখানো এই বিক্ষোভ নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন , বিরোধীরা বিধানসভার অধিবেশন স্বাভাবিক ভাবে চলতে দিতে চায় না।

দলের ৯৯.৯% কর্মী কঠোর পরিশ্রমী, ‘কাটমানি' নিয়ে সংবাদ বিকৃত করেছে সংবাদমাধ্যম: তৃণমূল

এদিকে “কাট মানি” ("cut money") ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। কলকাতা সহ বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, বর্ধমান, মালদা, পুরুলিয়া, নদিয়া,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও বিভিন্ন পুর ও পঞ্চায়েত এলাকায় মানুষের ক্ষোভ সামলাতে হচ্ছে তাঁদের। এমনকি সম্প্রতি রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনকেও উত্তর কলকাতার মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। যদিও গোটা বিষয়টিকেই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন তিনি।

"তৃণমূল আশ্রিত দুষ্কৃতী"দের হাতেই খুন দলের দুই কর্মী, অভিযোগ সিপিআইএমের

সম্প্রতি এক দলীয় বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের “কাট মানি” প্রসঙ্গ তুলে সতর্ক করে দেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে দলের যে সমস্ত নেতারা রাজ্যের মানুষের কাছ থেকে “কাট মানি” তুলেছেন তাঁদের তা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন।এরপরেই “কাট মানি”("cut money") ইস্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

.