This Article is From Jul 10, 2019

তিনদিন বন্ধ থাকবে শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুল

মঙ্গলবার রুটিন চেকিং-এর সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি পিলারে ফাটল দেখতে পান কলকাতা পুরসভা উন্নয়ন পর্ষদ (KMDA)।

তিনদিন বন্ধ থাকবে শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুল

২০১০-এ উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি পিলার তৈরি করা হয়, পরে ২০১৩ তেই একটি ভেঙে পড়ে।

কলকাতা:

শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুলের একটি ফাটল দেখতে পাওয়ায়, সেখান দিয়ে যান চলাচল নিষিদ্ধ করল কলকাতা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রুটিন চেকিং-এর সময় উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি পিলারে ফাটল দেখতে পান কলকাতা পুরসভা উন্নয়ন পর্ষদ (KMDA)। এরপরেই কলকাতা পুলিশকে খবর দেন কলকাতা উন্নয়ন পর্ষদের আধিকারিকরা, তারপরেই তিনদিনের জন্য উড়ালপুল দিয়ে যানচলাচল নিষিদ্ধ করা হয়। উল্টোডাঙ্গা উড়ালপুলের মতো একটি গুরত্বপূর্ণ উড়ালপুল দিয়ে যানচল তিনদিনের জন্য বন্ধ থাকার ফলে, সেই সময় শহরের বিভিন্ন এলাকায় যানজটের সমস্যায় পড়তে হবে শহরবাসীকে। ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে, তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলেও সেটি শেয়ার করা হয়েছে।

উল্টোডাঙ্গা উড়ালপুলের বিকল্প হিসেবে কোন রাস্তা ব্যবহার করা যাবে, নির্দেশিকায় তা উল্লেখ করেছে ট্রাফিক পুলিশ। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। উড়ালপুলগুলি ৩০ বছর ধরে রয়েছে, কেন বারবার ফাটল ধরছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে।

২০১০-এ উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি পিলার তৈরি করা হয়, পরে ২০১৩ তেই একটি ভেঙে পড়ে।

.