This Article is From May 22, 2018

ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রীর উপর পুলিশ দ্বারা কথিত হামলা

এই মামলায় কনস্টবল সঞ্জয় অহীর আটক

ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রীর উপর পুলিশ দ্বারা কথিত হামলা

বর্তমানে রবীন্দ্র জাডেজা আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর জন্য খেলছেন

হাইলাইটস

  • রিবা জাডেজার গাড়ির সাথে কনস্টবলের মোটরসাইকেলের ধাক্কা লাগে
  • কনস্টেবল তাঁর ওপর হামলা করে,পুলিশ কর্মকর্তা প্রদীপ সেজুল বলেন
  • এই মামলায় কনস্টবল সঞ্জয় অহীর আটক
জামনগর, গুজরাট: গুজরাটের জামনগরে একটা গাড়ি দুর্ঘটনার মামলায় ক্রিকেট খেলোয়াড় রবীন্দ্র জাডেজার স্ত্রী রিবার  সঙ্গে এক পুলিশ কনস্টবল দুর্ব্যবহার করে, পুলিশের বক্তব্য।  

এই মামলায় কনস্টবল সঞ্জয় অহীরকে আটক করা হয়েছে।  

এই মামলা তখন হয় যখন জামনগর শহরের সারু সেকশন রাস্তায় রিবা জাডেজার গাড়ি সেই কনস্টবলের মোটরসাইকেলের সাথে সামান্য ভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, সেই কনস্টবল রিবার উপর আক্রমণ করে, বললেন জামনগরের জেলা পুলিশ অধীক্ষক প্রদীপ সেজুল। 

"সেই পুলিশকর্মী রিবা জাডেজাকে শারীরিক আক্রমণ করে যখন তাঁর গাড়ি কনস্টবলের মোটরবাইকে ধাক্কা মারে। সেই পুলিসকর্মীর যথারীতি শাস্তি হোক তার জন্য আমরা রিবাকে পূর্ণ সহযোগিতা করবো। ", এমনটাই তিনি জানিয়েছেন। 

এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে,''এই পুলিশকর্মী রিবাকে খুব বাজে ভাবে ধাক্কা দিয়েছিলো।সে রিবাকে চুলের মুঠি ধরে মেরেছে। আমরা সেই মহিলাকে তার খপ্পর থেকে বাঁচিয়েছি।" বিজয়সিংহ চওড়া নামক নামক এই প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের এই কথা জানিয়েছে।  

রবীন্দ্র জাদেজা বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর জন্য অল রাউন্ডর হিসেবে খেলছেন। 
.