CTET Answer Key অফিশিয়াল ওয়েবসাইট Ctet.nic.in-এ পাওয়া যাবে
নিউ দিল্লি: শীঘ্রই প্রকাশিত হবে CTET Answer Key 2018। সূত্রের খবর আগামী সপ্তাহেই প্রকাশ করা হতে পারে CTET Answer Key। যে সমস্ত প্রার্থীরা সিটেট-এ বসেছিলেন তাঁরা সিটিইটি অফিসিয়াল ওয়েবসাইট Ctet.nic.in এ গিয়ে CTET Answer Key 2018 দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন। ৯ ডিসেম্বর দেশের ৯২ টি শহরে ২১৪৪ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। ২ বছর পরে এই পরীক্ষা নেওয়া হল এবার। সিটিইটি পরীক্ষায় এবার প্রায় ১৬,৯১,০৮৮ লাখ প্রার্থী অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ১২ লক্ষের বেশি পুরুষ, ৯ লক্ষেরও বেশি মহিলা, ১৯৯ জন ট্রান্সজেন্ডার এবং ৩৩,১০৭ জন প্রতিবন্ধী প্রার্থী অন্তর্ভুক্ত। সিটেট পরীক্ষায় পাসের জন্য প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তপশিলী জাতি, উপজাতি, ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ৫ পয়েন্টের ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (সিটিইটি) সিবিএসই আয়োজিত। এই পরীক্ষায় পাস করলে প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সর্বোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় তিব্বত স্কুল এবং সকল কেন্দ্রশাসিত রাজ্যগুলির অধীনে স্কুলগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারেন।
CTET Answer Key 2018 প্রকাশিত হলে প্রার্থীরা নীচে দেওয়া পদ্ধতিতে তা ডাউনলোড করতে পারবেন।
CTET Answer Key 2018 কীভাবে ডাউনলোড করতে পারবেন দেখে নিন-
ধাপ 1: প্রার্থীরা CTET Answer Key 2018 ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ যান।
ধাপ 2: ওয়েবসাইটে দেওয়া Answer Key লিঙ্ক ক্লিক করুন
ধাপ 3: যা তথ্য জানতে চাওয়া হবে তা পূরণ করে সাবমিট করুন।
ধাপ 4: CTET Answer Key আপনার সামনে চলে আসবে।
ধাপ 5: আপনি CTET Answer Key 2018 ডাউনলোড করতে পারেন।
ধাপ 6: CTET Answer Key 2018-এর প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন
চাকরির আরও খবর এখানে