This Article is From Sep 30, 2018

60 শতাংশের কম উপস্থিতি থাকলে পরীক্ষায় বসতে দেবে না কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয় তার অধীনস্থ কলেজগুলির কর্তৃপক্ষকে জানিয়ে দিল, এবার থেকে কোনও পড়ুয়ার  60 শতাংশের কম উপস্থিতি থাকলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

60 শতাংশের কম উপস্থিতি থাকলে পরীক্ষায় বসতে দেবে না কলকাতা বিশ্ববিদ্যালয়

স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য এই নিয়ম খুব শীঘ্রই চালু হবে

কলকাতা:

কলকাতা বিশ্ববিদ্যালয় তার অধীনস্থ কলেজগুলির কর্তৃপক্ষকে জানিয়ে দিল, এবার থেকে কোনও পড়ুয়ার  60 শতাংশের কম উপস্থিতি থাকলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য এই নিয়ম খুব শীঘ্রই চালু হবে বলে কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করে উঠে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) দীপক কর।

তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে মাল্টিপল চয়েসের প্রশ্নের সংখ্যা আরও বাড়ানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরেজি, বাংলা এবং পরিবেশ বিদ্যার উত্তরপত্র যে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) ফর্ম্যাটে হবে, তাও জানান দীপক কর। 

ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চল্লিশ শতাংশের কম পেলে অনার্স কেটে যাবে এবং থিয়োরি ও প্র‍্যাক্টিক্যালে ত্রিশ শতাংশের কম নম্বর পেলে সংশ্লিষ্ট পড়ুয়া কৃতকার্য হবে না।

.