সোনা এবং অন্যান্য দামি ধাতুতে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে হল ১২.৫ শতাংশ।
হাইলাইটস
- সোনা এবং অন্যান্য দামি ধাতুতে আমদানি শুল্ক বাড়ানো হল বাজেটে
- ১০ শতাংশ থেকে শুল্ক বেড়ে হল ১২.৫ শতাংশ
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর প্রথম বাজেট পেশের সময় এই ঘোষণা করেন
নয়াদিল্লি: সোনা (Gold) এবং অন্যান্য দামি ধাতুতে আমদানি শুল্ক (Import Duty) বাড়ানো হল কেন্দ্রীয় বাজেট ২০১৯-এ (Union Budget 2019)। ১০ শতাংশ থেকে শুল্ক বেড়ে হল ১২.৫ শতাংশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার তাঁর প্রথম বাজেট পেশের সময় এই ঘোষণা করেন। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, এই ঘোষণার পরেই টাইটান ও পিসি জুয়েলারের মতো গয়না নির্মাতাদের শেয়ার পড়ে যায় সর্বাধিক পাঁচ শতাংশ। চিনের পরে ভারতেই সোনার ক্রেতা সর্বাধিক।
Budget 2019: জেনে নিন কার কার দাম বাড়ল, কমল কোনগুলির
পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, পেট্রল ও ডিজেলের উপর অতিরিক্ত এক টাকা রোড সেস চাপানো হচ্ছে। পাশাপাশি এই দুই জ্বালানির উপর অতিরিক্ত এক টাকা অন্তঃশুল্কও বসানো হয়েছে। এর ফলে জ্বালানির দাম বেড়ে গেল
শুল্ক বাড়ানোয় দাম বেড়েছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ও ভিডিও রেকর্ডার, মোটরের ক্ষুদ্র যন্ত্রাংশ ও সিন্থেটিক রাবারেরও।
৬৫ মিমির চেয়ে বেশি লম্বা প্রতি ১০০০ সিগারেটের দামে ৫ টাকা অন্তঃশুল্ক বসানো হয়েছে। গুটখা, জর্দা, তামাকের অবশেষ, সুগন্ধীর উপরে ০.৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।