This Article is From May 18, 2020

Cyclone AMPHAN Live Update: সুপার সাইক্লোনে পরিণত 'আমফান'! পশ্চিমবঙ্গ-ওড়িশায় কড়া সতর্কতা

Cyclone AMPHAN: দিঘা (পশ্চিমবঙ্গে মধ্যে) এবং হাতিয়া দ্বীপপুঞ্জে (বাংলাদেশ) ২০ মে (বুধবার) বিকেলে বা সন্ধ্যাবেলার দিকে “অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়” হিসাবে আছড়ে পড়তে পারে।

Cyclone AMPHAN Live Update: সুপার সাইক্লোনে পরিণত 'আমফান'! পশ্চিমবঙ্গ-ওড়িশায় কড়া সতর্কতা

এই সপ্তাহে সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎসজীবীদের

নয়াদিল্লি:

দু'টি রাজ্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-ঘূর্ণিঝড় AMPHAN সম্পর্কে কড়া সতর্কতা জারি করেছে। রাতারাতি ‘অত্যন্ত মারাত্মক' ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আমফান। বুধবার এই ঝড়টি বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। “দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশগুলিতে অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় ‘আমফান' গত ছয় ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পূর্বে সরে গিয়েছে," একটি বিবৃতিতে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি। আগামী ছয় ঘণ্টায় এই ঘূর্ণিঝড় আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আমফান সম্ভবত উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ অতিক্রম করে দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিঘা (পশ্চিমবঙ্গে মধ্যে) এবং হাতিয়া দ্বীপপুঞ্জে (বাংলাদেশ) ২০ মে (বুধবার) বিকেলে বা সন্ধ্যাবেলার দিকে “অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়” হিসাবে আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড় আমফানের লাইভ আপডেট

May 18, 2020 15:55 (IST)
Cyclone Amphan: মৎস্যজীবীদের জন্য NDMA-র সতর্কবার্তা

May 18, 2020 15:54 (IST)
 
May 18, 2020 15:52 (IST)
 বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকের শিল্পে ঘূর্ণিঝড় আমফানের বার্তা

May 18, 2020 15:41 (IST)
ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি ট্রেন পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে।
May 18, 2020 15:40 (IST)
এনডিআরএফ করোনাভাইরাস মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় 'আমফানে'র জোড়া চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ২০ টি যোগ করে মোট ৩৭ টি বিপর্যয় মোকাবিলা দলকে মোতায়ানে করেছে।
May 18, 2020 14:49 (IST)
আইএমডি টুইট করেছে, "অত্যন্ত তীব্রতর ঘূর্ণিঝড় ঝড় 'আমফান' আজ ১৮ মে, ২০২০-তে সকাল ১১.৩০ নাগাদ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে।
May 18, 2020 14:47 (IST)
 
May 18, 2020 12:41 (IST)
 ঘূর্ণিঝড় আমফান: প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় আমফান নিয়ে বৈঠক করবেন, টুইট করেছেন অমিত শাহ

May 18, 2020 12:40 (IST)
 ঘূর্ণিঝড় আমফান: ঘূর্ণিঝড়ের আগে কী করা উচিত (ভিডিও)
May 18, 2020 12:38 (IST)
 
May 18, 2020 12:37 (IST)
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় আমফান "সুপার সাইক্লোন" হিসাবে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
May 18, 2020 12:36 (IST)
 
May 18, 2020 12:35 (IST)
ঘূর্ণিঝড় আমফান আপডেট: আমফান আছড়ে পড়ার আগে রাজ্য সরকারকে আক্রমণ বঙ্গ বিজেপির

বুধবার সাইক্লোন আমফান রাজ্যে প্রবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধোনা করল বাংলার বিজেপি শাখা। "ঘূর্ণিঝড় আমফান বাংলার দিকে এগিয়ে চলেছে, অন্য রাজ্য থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের পশ্চিমবঙ্গে খোলা তাঁবুতে কোয়ারান্টাইন করা হচ্ছে! কেবলমাত্র নির্দয় রাজ্য সরকারই তার নিজের বাসিন্দাকে এ জাতীয় বিপদে ফেলতে পারে!" টুইট করেছে বিজেপি।
May 18, 2020 12:26 (IST)

Cyclone AMPHAN Updates: প্রস্তুত থাকুন, নিরাপদ থাকুন, টুইট ওড়িশা প্রশাসনের




May 18, 2020 12:23 (IST)
প্রয়োজন পড়লে ১১ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যেতে তৎপর ওড়িশা প্রশাসন
May 18, 2020 12:22 (IST)
ম্যাঙ্গালোরে শুরু ভারী বর্ষণ

.