Cyclone Amphan Updates: ওড়িশা ও পশ্চিমবঙ্গে হাই এলার্ট জারি করা হয়েছে, স্থানান্তরিত করা হয় ৫ লক্ষ মানুষকে
নয়াদিল্লি: Cyclone Amphan Live Updates: বুধবার সকালের দিক থেকেই আকাশের মুখ ছিল গম্ভীর, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমফান (Cyclone Amphan) তাণ্ডবের আকার ধারণ করে। এই তাণ্ডবের জেরে এখনও পর্যন্ত বলি হয়েছেন ১২ জন। করোনা ভাইরাসের তুলনায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাব অনেক বেশি, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্যের সহস্রাধিক ঘর-বাড়ি গ্রাস করেছে এই ঝড়। বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় আমফানের দাপটে রাজ্যে ঘন্টায় ১৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবেশ করে উপকূলীয় অঞ্চলে। করোনাভাইরাসের চেয়েও ভয়ানক প্রভাব ঘূর্ণিঝড় আমফানের; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক! বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিন ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হাজারে হাজারে গাছ উপড়ে গিয়েছে। তিনি আরও জানান, আমফানের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে এক লক্ষ কোটি টাকা! নবান্নে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনজনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটি সাত বা আটেও বেড়ে দাঁড়াতে। তিনি জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পশ্চিমবাংলাকে “সবকিছু পুনর্নির্মাণ করতে হবে”।
''সর্বনাশ'' ধ্বংসস্তূপ দেখে বলে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নবান্নের কন্ট্রোল রুমে বসে নিজে চোখে রাজ্যের এমন ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এল ''সর্বনাশ''।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে প্রাণ হারিয়েছেন ১২ জন। মঙ্গলবার রাত থেকেই নবান্নের কন্ট্রোল রুমে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নিজের চোখে আমফানের তাণ্ডব দেখার পর তিনি এটিকে করোনা ভাইরাসের থেকেও ''ভয়াবহ'' বলে আখ্যা দিয়েছেন।
আমফানের দাপটে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু।
আমফান এখন বাংলাদেশে প্রবেশ করেছে, কলকাতা থেকে ২৭০ কিমি দূরে চলে গেছে, আগামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, নদিয়া,মুর্শিদাবাদে বৃষ্টি চলবে
পূর্ব মেদিনীপুর, দিঘা ও পশ্চিমবঙ্গ-ছন্দে ফেরানোর জন্য গভীর রাত থেকেই কাজ করে যাচ্ছেন NDRF-র কর্মীরা।
আজ সকাল থেকেই বাংলাদেশ বিপর্যস্ত আমফানের তাণ্ডবে।
কয়েক ঘন্টার মধ্যে আমফানের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে প্রায় সারা রাজ্য। জনজীবন ব্যাহত, তাকেই পুনরায় ছন্দে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন NDRF-র কর্মীর।
দেখুন হাওড়া ব্রিজের দৃশ্য:
দেখুন সুখিয়া স্ট্রিট-'র একটি দৃশ্য:
দুই চব্বিশ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ,পূর্ব মেদিনীপুর, হাওড়া,হুগলি কলকাতা সব থেকে ক্ষতিগ্রস্থ
আগামী ৬ ঘণ্টায় ঝড়ের গতিবেগ কমবে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ১০০ কিমি বেগে ঝড় চলবে আর ও ৬ ঘণ্টা
বর্ধমান মুর্শিদাবাদে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৭০ কিমি
নদিয়া, হাওড়া,হুগলি মেদিনীপুরে এখন ঝড়ের গতিবেগ ৮০ থেকে ১০০ কিমি
দুই ২৪ পরগনায় ভয়ঙ্কর ঝড়ের গতিবেগ ১৪০ থেকে ১৬৫ কিমি
ধীরে ধীরে দাপট কমবে ঝড়ের গতিবেগ,৮০ থেকে ১০০ কিমি হবে মাঝরাতের পর। ২১ তারিখ ভোরে ঝড়ের গতিবেগ হবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। কলকাতায় বৃষ্টি হয়েছে ২২২ মিলিমিটার।
সব শেষ হয়ে গেছে। সব ধ্বংস হয়ে গেছে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা,হাওড়া, হুগলিতে ১১০ থেকে ১৩৫ কিমি বেগে ঝড় চলবে আরও ২ ঘণ্টা
আমফান খুব মারাত্মক ঘূর্ণিঝড় হিসাবে পেরিয়েছে। অতিক্রম করার সময় বায়ুর গতি ছিল ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘণ্টা, ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগও ছুঁয়েছে আমফান। এখন এটি সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে, কলকাতার ৭০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৯৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত, জানিয়েছেন আইএমডি ভুবনেশ্বরের পরিচালক এইচআর বিশ্বাস।
সন্ধ্যা ৭ টার রিপোর্ট অনুসারে উত্তর চব্বিশ পরগনাতে ৫,৫০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ২ জন মারা গেছেন এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বসিরহাটের মহকুমা শাসক (এসডিও) বিবিক ভাসমি
সন্ধ্যা ৭ টার রিপোর্ট অনুসারে উত্তর চব্বিশ পরগনাতে ৫,৫০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ২ জন মারা গেছেন এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বিবেক ভাসমি মহকুমা শাসক (এসডিও) বসিরহাট।
আমফানের অবিশ্বাস্য তাণ্ডবলীলা ধরা পড়ল ক্যামেরায়
কলকাতায় তুমুল তাণ্ডব আমফানের
কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও অবধি। একটি হাওড়ায়, অন্যটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। টিনের ছাউনি এবং গাছ উপড়ে পড়ছে প্রতিমুহূর্তে। কলকাতা ও জেলা মিলে প্রায় ১০০০ টি গাছ উপড়ে গিয়েছে এখনও। জেলাগুলিতে শতাধিক বাড়িঘর ভেঙে পড়েছে।
কলকাতায় ১৩০ কিমি বেগে ঝড়
দিঘা বাংলাদেশের হাতিয়া উপকূল পেরিয়ে গেল আমফান। দুপুর ৩.৩০ থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত লণ্ডভণ্ড করল উপকূল। ঝড়ের বেগ ছিল ১৫০ কিমি থেকে ১৮৫ কিমি প্রতি ঘণ্টা
১১০-১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ঘূর্ণিঝড় আমফান আগামীকাল কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে
কলকাতার হোর্ডিংগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং ছোট ব্যবসায়ের উপরও প্রভাব ফেলতে পারে আমফান।
কলকাতায় ১১২ কিমি বেগে ঝড়, ঝড়ের গতিবেগ আরও বাড়বে বলেই আশঙ্কা। কলকাতার দিকে এগোচ্ছে আমফান
ঘূর্ণিঝড় আমফান: ৬ লক্ষেরও বেশি মানুষ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জানিয়েছে এনডিআরএফ
এনডিআরএফ প্রধান এসএন প্রধান বলেছেন, "পশ্চিমবঙ্গে ৫ লক্ষেরও বেশি মানুষকে এবং ওড়িশায় ১,৫৮,৬৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।"
ঘূর্ণিঝড় আমফান: বাংলায় ১৯ টি এনডিআরএফ দল
এনডিআরএফের প্রধান এসএন প্রধান বলেন, "ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের দলগুলি পশ্চিমবঙ্গে এবং ওড়িশায় রয়েছে। ১৯ টি দল বাংলায় মোতায়েন করা হয়েছে। কলকাতায়তেও দল মোতায়েন করা হয়েছে," জানান এনডিআরএফ প্রধান।
ঝড়ের সামনের অংশ প্রবেশ করেছে স্থলভূমিতে,ঝড়ের মধ্যভাগ অর্থাৎ চোখ উপকূলের খুব কাছে১৮৫ কিমি বেগে ভয়ঙ্কর ঝড় চলছে দিঘা উপকূলে
আগামীকালও কলকাতার ওপর দিয়ে ১১০-১৩৫ কিমি. বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে: হাওয়া অফিস
কলকাতায় ১০৫ কিমি বেগে প্রবল ঝড়
বিগত কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করেছে। আইএমডি ভুবনেশ্বরের আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, "ভূখণ্ডে প্রবেশের প্রক্রিয়া দুপুর আড়াইটায় শুরু হয়েছে এবং প্রায় চার ঘণ্টা চলবে। ঘূর্ণিঝড়ের সম্মুখ প্রাচীরের অংশটি পশ্চিমবঙ্গে মাটিতে প্রবেশ করছে।" আমফান মঙ্গলবার সুপার সাইক্লোন থেকে "অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় ঝড়"-রূপে পরিবর্তিত হয়ে দুর্বল হয়ে পড়েছিল। ভারতীয় উপকূলের দিকে এই ঝড় অগ্রসর হওয়ার সঙ্গেসঙ্গেই ওড়িশা এবং পশ্চিমবাংলার কিছু অংশে প্রবল ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিও শুরু হয়ে যায়।
আজ, বুধবার বিকেলে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৯৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ব্যাপক ধ্বংসলীলা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
রাস্তায় ওপরে পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত দিয়েছেন NDRF-র কর্মীরা। দিঘা, বাংলার পশ্চিম মেদিনীপুর এলাকার দৃশ্য একই।
সাগর দ্বীপ থেকে ৩৫ কিমি দূরে
ঘূর্ণিঝড় আমফানের দাপটে বাংলাদেশের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন: সূত্র
স্থলভাগে প্রবেশ করছে আমফান। দুপুর ২.৩০ টা থেকে শুরু হয় প্রক্রিয়া।পুরোপুরি স্থল ভূমিতে প্রবেশ করতে সময় লাগবে ৪ ঘণ্টা
Cyclone Amphan: বাংলা ও ওড়িশা থেকে ৪.৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে
এনডিআরএফ-এর প্রধান এসএন প্রধান জানিয়েছেন, বাংলা ও ওড়িশার প্রায় ৪.৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু স্থানে এই ঘূর্ণিঝড়ের ফলে ধস নামার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
গত ৬ ঘণ্টায় ২৭ কিমি পার আমফানের
দক্ষিণ কলকাতা থেকে ১৮৫ কিমি দূরে
এবার দিঘা থেকে ১০৫ কিমি ,সাগর থেকে ৯০ কিমি দূরে আমফান, গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে
আমফান আতঙ্কে বন্ধ বিমানবন্দর, কলকাতার মানুষজনকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ
বুধবার বিকেল থেকে সন্ধের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে "অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়" আমফান। এর প্রভাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু জেলায় চলছে লাগাতার ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আমফান আতঙ্কে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিমানবন্দরের যাবতীয় কাজকর্ম। আমফানের প্রভাবে বিরাট ক্ষতির আশঙ্কায় আগে থাকতেই কলকাতায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস ও বাজার। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় কমপক্ষে ৩ লক্ষ মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এরাজ্যের আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,"বিরাট ক্ষতির কারণ" হতে পারে আমফান। পাশাপাশি এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে শহর কলকাতার কিছু অংশ হতে পারে "মারাত্মক ক্ষতি", একথাও জানিয়েছেন তিনি। ওই ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করতে কলকাতায় তাই জারি করা হয়েছে "রেড অ্যালার্ট" বা "লাল সতর্কতা"।
দক্ষিণ কলকাতা থেকে ১৯০ কিমি দূরে,৯৫ কিমি দূরে দিঘা থেকে
আজ সন্ধ্যায় রাজ্যের স্থলভূমিতে আছড়ে পড়বে সুপার সাইক্লোন আমফান, স্থলভূমিতে আছড়ে পড়ার আগে ওড়িশা ও বাংলার বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে। ভারত মহাসাগরের উত্তরপূর্বে তৈরি হওয়া এটি দ্বিতীয় সুপার সাইক্লোন। হ্যারিকেনের ৩গুণ বেগ সম্পন্ন সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল ১৯৯৯ সালে ওড়িশায়।
ওড়িশা: হওয়ার দাপটে গাছ ভেঙে পড়েছে পারাদ্বীপে। ঘন্টায় ১২০ কিমি. বেগে বইছে হাওয়া।
দিঘা থেকে আর মাত্র ১২০ কিমি দূরে আমফান, কলকাতা থেকে ২২০ কিমি দূরে, প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস ,ঝড় দিঘা তে
ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় এবার উচ্চ সতর্কতা জারি করল ভারতীয় নৌসেনা। ভয়ঙ্কর ওই ঘূর্ণিঝড়ের দাপট সামলাতে সবরকমের সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। এমনিতেই ঘূর্ণিঝড়টির উপর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে ধারাবাহিকভাবে লক্ষ্য রাখা হচ্ছে। তার উপর আবার আমফানের ফলে যে বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে তা সামাল দিতে সমুদ্রে উদ্ধারকার্যের জন্যে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধজাহাজকে। বিশাখাপত্তনমেই প্রস্তুত করে রাখা হয়েছে সেটিকে। যে কোনও ধরণের সাহায্যের জন্য প্রস্তুত ওই যুদ্ধজাহাজটি। বিভিন্ন জায়গায় আটকা পড়া মানুষজনদের সরিয়ে নেওয়া সহ যেকোনও ধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্যেও প্রস্তুত সেটি। এই যুদ্ধজাহাজে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক, গাড়ির চালক, রয়েছে রবারের নৌকা এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন খাবার, তাঁবু, কাপড়, কম্বল এবং ওষুধ।
অত্যন্ত দ্রুতগতিতে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে মারাত্মক ঘূর্ণিঝড় আমফান। সর্বশেষ খবর অনুযায়ী ওই "সুপার সাইক্লোন" (Cyclone Amphan) বর্তমানে দিঘা থেকে আর ১৫০ কিমি দূরে এবং কলকাতা থেকে ২৬০ কিমি দূরে রয়েছে। ইতিমধ্যেই ওই ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যের (West Bengal) বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। NDTV-র রিপোর্ট অনুযায়ী, দিঘার সমুদ্রে মারাত্মক জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে আমফানের প্রভাবে। সমুদ্র সৈকতের (Digha Beach) উপর আছড়ে পড়ছে বিশালাকায় ঢেউ। যে ৭ টি জেলায় আমফানের দাপট দেখানোর সম্ভাবনা তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা অন্যতম। আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন যে, বুধবার দুপুর বা বড়জোর বিকেলের মধ্যেই 'আমফান' পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে খুবই মারাত্মক ঘূর্ণিঝড় আকারে বয়ে যাবে। তবে যে গতিতে ওই ঝড় এগিয়ে আসছে তা উপকূলে আছড়ে পড়ার আগে, এর তীব্রতা কিছুটা কম হতে পারে বলে মনে করছেন তাঁরা। পরিস্থিতি যা তাতে অনুমান করা যায়, ১৮০ কিমি বেগে দিঘার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ওই ঘূর্ণিঝড়টির।
প্রবল গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টি ক্রমাগত আছড়ে পড়ছে ওড়িশার উপকূলে, এর থেকেই ঘূর্ণিঝড় আমফানের প্রভাব কতটা বোঝা যাচ্ছে।
উত্তাল সমুদ্রের, জলোচ্ছ্বাস গঙ্গাতেও
পারদ্বীপ থেকে ১২০ কিমি দূরে আমফান
আমফান আর ১৫০ কিমি দূরে দিঘা থেকে, কলকাতা থেকে ২৬০ কিমি দূরে
Video: আমফানের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নিন ওড়িশার বরিষ্ঠ আধিকারিকের মুখ থেকে
গত ৬ ঘণ্টায় ২২ কিমি পথ অতিক্রম করেছে আমফান, ধেয়ে আসছে প্রবল বেগে
স্থলভূমিতে আছড়ে পড়ার পর উত্তর উত্তর পূর্ব দিক দিয়ে কলকাতার দিকে এগোবে আমফান
গত ৬ ঘণ্টায় ২২ কিমি পথ অতিক্রম করেছে আমফান
আজ বিকেল ৫ টা পর্যন্ত কলকাতা বিমান বন্দরের সমস্ত বিমানের ওঠানাম স্থগিত রাখা হয়েছে
আমফান বিপর্যয়ের কথা মাথায় রেখে ওড়িশা ও বাংলা থেকে ১ লক্ষ ও ৩ লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হল।
Cyclone AMPHAN: উপকূলীয় অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
উপকূলীয় অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, ঘন জন বসতি এলাকা হওয়ার জন্য এই আশঙ্কা আরও বেশি দেখা দিয়েছে। হওয়ার বেগে ভারী জিনিস উড়ে আসার সম্ভাবনা দেখা দেওয়ার ফলে ক্ষয়ক্ষতি বেশি হবে বলে মনে করা হচ্ছে।রেল ও সড়ক যান চলাচলও ব্যাহত হবে।
দিঘা থেকে ২০০ কিমি দূরে, কলকাতা থেকে ৩১৫ কিমি দূরে
বাংলাদেশে, ১২,০৭৮ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২ লক্ষ মানুষকে।
Video: ওড়িশার সাধারণ মানুষদের সুরক্ষিতভাবে স্থানান্তরনের কাজে লেগে পড়েছেন এনডিআরএফ-র দল
কলকাতায় শুরু প্রবল বৃষ্টি
কলকাতা থেকে মাত্র ৩৩৩ কিমি দূরে, দিঘা থেকে ২২৫ কিমি দূরে আমফান
কলকাতা পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে।সকাল থেকেই উচ্চ পদস্থ কর্তারা রয়েছেন সেখানে
কলকাতা, হাওড়া,হুগলি, পশিম মোদিনীপুরে ১৩০ কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে মারাত্মক বৃষ্টি
ঝড়ের গতিবেগ ১৮৫ কিমি প্রতি ঘণ্টা পৌঁছে যাবে
দক্ষিণ ২৪ পরগনা,উত্তর২৪ পরগনা,পূর্বমেদিনিপুর সব থেকে ক্ষতিগ্রস্থ হবে
বেলা ১২ টার পর থেকে সন্ধ্যের মধ্যে যেকোনও সময় স্থলভূমিতে ঢুকবে আমফান
এরপর উত্তর ,উত্তর পূর্ব দিকে ঘুরে দিঘা এবং হাতিয়ার কাছে আছড়ে পড়বে আমফান
এখন ঝড়ের গতিবেগ ১৭০ থেকে ২০০ কিমি
এখন ঝড়ের গতিবেগ ১৭০ থেকে ২০০ কিমি
গত ৬ ঘণ্টায় ১৪ কিমি পথ অতিক্রম করেছে আমফান।
দিঘা থেকে ২৪০,পারাদ্বীপ থেকে ১২৫ কিমি দূরে আমফান
বিরাট বিপর্যয়ের আশঙ্কা করে অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথা সম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন:
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেছেন যে ঘূর্ণিঝড় আমফানের বিষয়টি মাথায় রেখে কেন্দ্র সরকার রাজ্যকে যথা সম্ভব সাহায্য করবে।
২০ মের মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের জেলেদের উপকূলবর্তী অঞ্চল ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
এনডিআরএফ-র দলগুলি আবেদন জানাচ্ছে:
এনডিআরএফ দলগুলি ঘূর্ণিঝড় আমফান আসার আগে ওড়িশার উপকূলীয় অঞ্চল জগৎসিংপুরের সাধারণ বাসিন্দাদের জায়গাটি ছেড়ে দেওয়ার আবেদন করছে।মাইক করে অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ আশ্রয়স্থলে চলে যান।
আগামী ৬ ঘণ্টায় কমতে পারে ঝড়ের শক্তি:
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে আগামী ৬ ঘণ্টায় কমতে পারে ঝড়ের শক্তি
''আমরা আমফানকে হালকা ভাবে নিতে চাই না'': এনডিআরএফের বরিষ্ঠ পরিচালক এসএন প্রধান
এনডিআরএফের মহা নির্দেশক এসএন প্রধান বলেছেন, এই নিয়ে দ্বিতীয়বার এমন প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছে ভারত। তাই আমরা 'আমফান'-কে কোনও মতে হালকা ভাবে নিতে চাই না।
ঘূর্ণিঝড় আমফান খুব শক্তিশালী, বড় আকারের ক্ষতির সম্ভাবনা রয়েছে: আইএমডি ডিজি এম মহাপাত্র
ওড়িশার স্পেশাল ত্রাণ কমিশনার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, পুরি, খোরধা, কটক, জাজপুর এবং ময়ূরভঞ্জের সুপার সাইক্লোন আমফান সম্পর্কিত একটি চিঠি কালেক্টরকে লিখেছেন এবং বলেছেন যাতে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার সময় কোভিড১৯-র বিধেয়টিও বিশেষ ভাবে মাথায় রাখা হয়।
উপকূলীয় অঞ্চল খালি করার কাজ শুরু হয়েছে:
সাধারণ মানুষকে ওড়িশার উপকূলীয় অঞ্চল জগৎসিংহপুর থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।