हिंदी में पढ़ें தமிழில் படிக்க Read in English
This Article is From May 21, 2020

Cyclone Amphan Live Updates: ওড়িশা ও বাংলাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান

Cyclone Amphan Latest News Update: এই তাণ্ডবের জেরে এখনও পর্যন্ত বলি হয়েছেন ১২ জন। করোনা ভাইরাসের তুলনায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাব অনেক বেশি, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Cyclone Amphan Updates: ওড়িশা ও পশ্চিমবঙ্গে হাই এলার্ট জারি করা হয়েছে, স্থানান্তরিত করা হয় ৫ লক্ষ মানুষকে

নয়াদিল্লি:

Cyclone Amphan Live Updates:  বুধবার সকালের দিক থেকেই আকাশের মুখ ছিল গম্ভীর, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমফান (Cyclone Amphan) তাণ্ডবের আকার ধারণ করে। এই তাণ্ডবের জেরে এখনও পর্যন্ত বলি হয়েছেন ১২ জন। করোনা ভাইরাসের তুলনায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাব অনেক বেশি, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্যের সহস্রাধিক ঘর-বাড়ি গ্রাস করেছে এই ঝড়। বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় আমফানের দাপটে রাজ্যে ঘন্টায় ১৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবেশ করে উপকূলীয় অঞ্চলে। করোনাভাইরাসের চেয়েও ভয়ানক প্রভাব ঘূর্ণিঝড় আমফানের; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক! বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিন ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হাজারে হাজারে গাছ উপড়ে গিয়েছে। তিনি আরও জানান, আমফানের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে এক লক্ষ কোটি টাকা! নবান্নে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনজনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটি সাত বা আটেও বেড়ে দাঁড়াতে। তিনি জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পশ্চিমবাংলাকে “সবকিছু পুনর্নির্মাণ করতে হবে”।

May 21, 2020 11:00 (IST)
''সর্বনাশ'' ধ্বংসস্তূপ দেখে বলে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 à¦¨à¦¬à¦¾à¦¨à§à¦¨à§‡à¦° কন্ট্রোল রুমে বসে নিজে চোখে রাজ্যের এমন ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এল ''সর্বনাশ''।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে প্রাণ হারিয়েছেন ১২ জন। মঙ্গলবার রাত থেকেই নবান্নের কন্ট্রোল রুমে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নিজের চোখে আমফানের তাণ্ডব দেখার পর তিনি এটিকে করোনা ভাইরাসের থেকেও ''ভয়াবহ'' বলে আখ্যা দিয়েছেন।
May 21, 2020 10:15 (IST)
আমফানের দাপটে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু। 
May 21, 2020 10:12 (IST)
আমফান এখন বাংলাদেশে প্রবেশ করেছে, কলকাতা থেকে ২৭০ কিমি দূরে চলে গেছে, à¦†à¦—ামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে, à¦—াঙ্গেয় পশ্চিমবঙ্গে, নদিয়া,মুর্শিদাবাদে বৃষ্টি চলবে
May 21, 2020 09:13 (IST)
পূর্ব মেদিনীপুর, দিঘা ও পশ্চিমবঙ্গ-ছন্দে ফেরানোর জন্য গভীর রাত থেকেই কাজ করে যাচ্ছেন NDRF-র কর্মীরা।   

May 21, 2020 09:11 (IST)
আজ সকাল থেকেই বাংলাদেশ বিপর্যস্ত আমফানের তাণ্ডবে। 
Advertisement
May 21, 2020 09:09 (IST)
কয়েক ঘন্টার মধ্যে আমফানের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে প্রায় সারা রাজ্য। জনজীবন ব্যাহত, তাকেই পুনরায় ছন্দে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন NDRF-র কর্মীর।
May 20, 2020 23:20 (IST)
দেখুন হাওড়া ব্রিজের দৃশ্য:
May 20, 2020 23:12 (IST)
দেখুন সুখিয়া স্ট্রিট-'র একটি দৃশ্য:
May 20, 2020 23:10 (IST)
দুই চব্বিশ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ,পূর্ব মেদিনীপুর, হাওড়া,হুগলি কলকাতা সব থেকে ক্ষতিগ্রস্থ
May 20, 2020 22:53 (IST)
আগামী ৬ ঘণ্টায় ঝড়ের গতিবেগ কমবে, à¦•à¦²à¦•à¦¾à¦¤à¦¾ ও পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ১০০ কিমি বেগে ঝড় চলবে আর ও ৬ ঘণ্টা
May 20, 2020 22:50 (IST)
বর্ধমান মুর্শিদাবাদে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৭০ কিমি
May 20, 2020 22:48 (IST)
নদিয়া, হাওড়া,হুগলি মেদিনীপুরে à¦à¦–ন ঝড়ের গতিবেগ ৮০ থেকে ১০০ কিমি
May 20, 2020 22:45 (IST)
দুই ২৪ পরগনায় ভয়ঙ্কর ঝড়ের গতিবেগ ১৪০ থেকে ১৬৫ কিমি
May 20, 2020 21:59 (IST)
ধীরে ধীরে দাপট কমবে ঝড়ের গতিবেগ,৮০ থেকে ১০০ কিমি হবে মাঝরাতের পর। à§¨à§§ তারিখ ভোরে ঝড়ের গতিবেগ হবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। à¦•à¦²à¦•à¦¾à¦¤à¦¾à¦¯à¦¼ বৃষ্টি হয়েছে ২২২ মিলিমিটার।
May 20, 2020 21:56 (IST)
সব শেষ হয়ে গেছে। সব ধ্বংস হয়ে গেছে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
May 20, 2020 21:55 (IST)
কলকাতা,হাওড়া, হুগলিতে ১১০ থেকে ১৩৫ কিমি বেগে ঝড় চলবে আরও ২ ঘণ্টা
May 20, 2020 21:55 (IST)
আমফান খুব মারাত্মক ঘূর্ণিঝড় হিসাবে পেরিয়েছে। অতিক্রম করার সময় বায়ুর গতি ছিল ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘণ্টা, à§§à§®à§« কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগও ছুঁয়েছে আমফান। এখন এটি সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে, কলকাতার ৭০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৯৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত, জানিয়েছেন আইএমডি ভুবনেশ্বরের পরিচালক এইচআর বিশ্বাস।
May 20, 2020 21:48 (IST)
 
May 20, 2020 21:46 (IST)
সন্ধ্যা ৭ টার রিপোর্ট অনুসারে উত্তর চব্বিশ পরগনাতে ৫,৫০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ২ জন মারা গেছেন এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন  à¦¬à¦¸à¦¿à¦°à¦¹à¦¾à¦Ÿà§‡à¦° à¦®à¦¹à¦•à§à¦®à¦¾ শাসক (এসডিও) বিবিক ভাসমি
May 20, 2020 21:44 (IST)
সন্ধ্যা ৭ টার রিপোর্ট অনুসারে উত্তর চব্বিশ পরগনাতে ৫,৫০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ২ জন মারা গেছেন এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বিবেক ভাসমি মহকুমা শাসক (এসডিও) বসিরহাট।



Advertisement