বুধবার বিকেল সাড়ে ৪টের পর পশ্চিমবঙ্গের স্থলভূমিতে প্রবেশ করে ঘূর্ণিঝড় আমফান। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের পাশাপাশি ছিল প্রবল বৃষ্টি
কলকাতা: প্রায় ১০০-১২০ কিমি বেগে বুধবার বিকেলে কলকাতায় আছড়ে পড়ে সাইক্লোন আমফান (Cyclone Amphan in Bengal)। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ৫ লক্ষ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ওড়িশার প্রায় এক লক্ষ মানুষকে সরানো হয়েছে নিকটবর্তী আশ্রয় শিবিরে। বুধবার জানিয়েছেন, এনডিআরএফ (NDRF) কর্তা। এদিন সাংবাদিক বৈঠক করে এনডিআরএফ, আলিপুর আবহাওয়া দফতর ও স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা। সেই বৈঠকে এই তথ্য দেওয়া হয়েছে। এদিন কলকাতা (Kolkata-Howrah) ও পার্শ্ববর্তী হাওড়াতে প্রায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়েছে। গঙ্গার ওপর কালো মেঘের আস্তরণ ধরা পড়েছিল অনেক নাগরিকের ক্যামেরায়। সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে দিঘাতে। প্রায় ১৪৫-১৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া আর টাল মিলিয়ে বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এই শহর।
ঘূর্ণিঝড় আমফানের প্রকোপে প্রথম মৃত্যু বাংলাদেশে
লকডাউন ৪-এর আবহে এই সাইক্লোন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ আরও প্রতিবন্ধক করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে হালকা -মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের দাবি ছিল, সাগরদ্বীপ আর বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়বে এই সাইক্লোন। এরপর দুই মেদিনীপুর কলকাতা উত্তর, উত্তর-পূর্ব, দুই ২৪ পরগনা, নদীয়া হয়ে উত্তর-পশ্চিম বাংলাদেশে প্রবেশ করবে। জানা গিয়েছে, গোটা যাত্রাপথে দুই ২৪ পরগনা এলাকায়া এর গতিবেগ ১৫৫-১৮৫ কিমি/ঘণ্টা আর ১১০-১২০ কিমি/ঘণ্টা কলকাতায় ঝড়ো হাওয়া বইবে।
বোর্ড পরীক্ষার জন্য শিথিল করা হবে লকডাউনের নিষেধাজ্ঞা: অমিত শাহ
তাই নিরাপদ থাকতে নাগরিকদের বাড়ি থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন। খোলা জায়গা, বিদ্যুতের খুঁটি, জীর্ণ নির্মাণ এড়িয়ে চলার আবেদন করা হয়েছে।