১৯৯৯ সালের ওড়িশায় সুপার সাইক্লোনের সঙ্গে তুলনা করা হয়েছে এই আমফানকে
নয়াদিল্লি:
আজ সন্ধ্যায় রাজ্যের স্থলভূমিতে আছড়ে পড়বে সুপার সাইক্লোন আমফান, স্থলভূমিতে আছড়ে পড়ার আগে ওড়িশা ও বাংলার বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে। ভারত মহাসাগরের উত্তরপূর্বে তৈরি হওয়া এটি দ্বিতীয় সুপার সাইক্লোন। হ্যারিকেনের ৩গুণ বেগ সম্পন্ন সুপার সাইক্লোন আছড়ে পড়েছিল ১৯৯৯ সালে ওড়িশায়।
এখানে রইল ৫'টি তথ্য:
চার থেকে পাঁচ মিটার উঁচু সামুদ্রিক ঢেউ এর কারণে প্লাবিত হতে পারে বাংলার নিন্ম উপকূলবর্তী এলাকাগুলি, ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র এমনটাই জানিয়েছেন।
বাংলাদেশের হাতিয়া ও পশ্চিমবঙ্গের দিঘার উপর দিয়ে বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে বয়ে যাবে সুপার সাইক্লোন আমফান।
ভারতীয় উপকূলবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় ঝড়ের গতি ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে বলে মনে করা হচ্ছে।
ওড়িশায় প্রায় ১.৩ লক্ষ মানুষকে সরিয়ে ফেলা হয়েছে, উদ্ধারকাজ শুরু করা হয়েছে রাজ্যেও, বাংলার প্রায় ৩ লক্ষ মানুষকে সরিয়ে ফেলেছে প্রশাসন, মোট ২০মিলিয়ন সংখ্যক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।
বঙ্গপোসাগরে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর জাহাজ।
Post a comment