Cyclone Bulbul: য়ঙ্কর থেকে এবার অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বুলবুল’।
ভয়ঙ্কর থেকে এবার অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে (cyclonic storm) পরিণত হয়েছে ‘বুলবুল' (Cyclone Bulbul)। রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়বে সে (Cyclone Bulbul update)। এর ফলে ভারী বৃষ্টি ও সর্বোচ্চ ১৩৫ কিমি বেগে ঝড় হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবথেকে বেশি ক্ষতি হবে কাঁচা এবং মাটির বাড়ি গুলির। কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়তে পারে। যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কাঁচা এবং পাকা রাস্তা উভয়েরই ক্ষতি হতে পারে। বড় গাছ ভেঙে পড়তে পারে। অরক্ষিত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এই ঝড়ের আঘাতে গাছ উপড়ে যাওয়া, শস্য নষ্ট হওয়া বা বাঁধ ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, কলকাতায় ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি আগামী ৯ ও ১০ নভেম্বর সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝড় হতে পারে।
Cyclone Bulbul Update : বুলবুলের আঁচড়ে আজ থেকেই মারাত্মক বৃষ্টি রাজ্যে!
শুক্রবার সকালে কলকাতার ৬০০ কিমি দক্ষিণে অবস্থিত ছিল ‘বুলবুল'। শনিবারের মধ্যে সেটি ক্রমেই উত্তর দিকে এগিয়ে আসবে বলে আবহওয়া দফতর জানাচ্ছে। জিকে দাস বলছেন, এরপর সেটি রাজ্যের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে। সেই সঙ্গে সুন্দরবন অঞ্চলেও দাপট দেখাবে ঘুর্ণিঝড়।
মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফেরিনৌকোর চলাচলও বন্ধ রাখতে নির্দেশ দিতে রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছে আবহাওয়া দফতর।
Cyclone Bulbul Update : ফুঁসছে বুলবুল, আছড়ে পড়বে ১৪৫ কিমি বেগে !
রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করে দেওয়া হয়েছে শুক্রবার সন্ধে থেকেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উপকূলবর্তী বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু'-একটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির প্রকোপ বাড়বে শনিবার থেকে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দু'-একটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)