Read in English
This Article is From Nov 09, 2019

বুলবুলের তাণ্ডবে গাছ উপড়ে রাস্তায়! গর্ভবতী মহিলাকে উদ্ধার দমকল কর্মীদের

গাছ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। রাস্তা পরিষ্কার করেন দমকলের কর্মীরা। উপড়ে পড়া গাছগুলোকে সরিয়ে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান তাঁরাই।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Cyclone Bulbul in Odisha: ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে অসংখ্য গাছ উপড়ে পড়েছে শহরে।

কেন্দ্রপাড়া:

বুলবুলের তাণ্ডব ( Bulbul Cyclone) সকাল থেকেই টের পাচ্ছিল ওড়িশা। শনিবার সকালেই ওড়িশার কেন্দ্রপাড়া জেলার (Odisha's Kendrapada) রাজকণিকা শহরে এই দুর্যোগের মুখে পড়েন এক গর্ভবতী মহিলা। সূত্রের খবর ওই গর্ভবতী মহিলাকে উদ্ধার করে রাজকণিকা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) স্থানান্তরিত করা হয়েছে।

কলকাতায় বুলবুলের আগমনের আগেই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু: ১০ টি পয়েন্ট 

বুলবুল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে ওড়িশায়। এই ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে অসংখ্য গাছ উপড়ে পড়েছে শহরে। ফলত গাছ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। রাস্তা পরিষ্কার করেন দমকলের কর্মীরা। উপড়ে পড়া গাছগুলোকে সরিয়ে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান তাঁরাই।

Advertisement

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার বালাসোর, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, ভদ্রক এবং হাওড়া ও হুগলির বিচ্ছিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলেই আশঙ্কা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement