এই মুহুর্তে কলকাতার দক্ষিণ-পশ্চিম দিকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল (প্রতীকি ছবি)
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় (Cyclone Bulbul) শক্তিশালী হয়ে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে, ছুঁয়ে যাবে ওড়িশা, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহুর্তে কলকাতার দক্ষিণ-পশ্চিম দিকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। আঞ্চলিক আবহাওয়া দফতরের ডিরেক্টর জিকে দাস জানিয়েছেন, “বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে, পরে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে শনিবার সন্ধ্যার মধ্যে”, এর ফলে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে, এবং বিপদ চলে না যাওয়া পর্যন্ত তাঁদের উপকূলবর্তী এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
Cyclone Bulbul: তীব্রতর হচ্ছে বুলবুল! আগামী ২৪ ঘণ্টায় পশ্চিবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
জিকে দাস বলেন,”পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের উত্তর-উত্তরপশ্চিম দিকে ধেয়ে আসতে পারে”। বুলবুলের সীমানার আশপাশের ঝড়ের গতি প্রতি ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকবে এবং তা বেড়ে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদি সেটি অতি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে তার গতি ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং পরে তা বেড়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। আইএমডি ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঝড়ের গতি বোঝা এবে সেটি কোথায় আছড়ে পড়তে পারে, তা জানতে সাইক্লোনিক সিস্টেমের মাধ্যমে লক্ষ্য রাখা হচ্ছে।
ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড় Bulbul! আর কত দূরে?
পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে নজর রাখার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানান এক সরকারি অধিকর্তা।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার সন্ধ্যা থেকে, পরে তা বাড়তে পারে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)