This Article is From Nov 09, 2019

Cyclone Bulbul Update : গতি বাড়িয়ে এগিয়ে আসছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল

Cyclone Bulbul Updateon Friday: পারাদ্বীপ থেকে এই মুহুর্তে ২৬০ কিলোমিটার, এবং কলকাতা থেকে ৫০০ কিমি,সাগর থেকে ৩৯০ কিমি দূরে রয়েছে বুলবুল

Cyclone Bulbul Update Friday: কলকাতা থেকে ৫০০ কিলোমিটার দূরে রয়েছে বুলবুল

কলকাতা:

ঘূর্ণিঝড় বুলবুল( Cyclone Bulbul Update)  ভয়ঙ্কর থেকে  অতি ভয়ঙ্কর হচ্ছে। পারাদ্বীপ থেকে এই মুহুর্তে ২৬০ কিলোমিটার, এবং কলকাতা থেকে ৫০০ কিলোমিটার,সাগর থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে বুলবুল।  সমুদ্র উত্তাল, অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাড়াল আরও গতিবেগ,১৭৫ কিলোমিটার/ ঘণ্টায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। এখনও পর্যন্ত যা চিত্র শনিবার সুন্দরবনের দ্বীপ দিয়ে সাগরদ্বীপ, এবং বামলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে বুলবুল"।  তার গতিবেগ যত বাড়াচ্ছে এরাজ্যে তার প্রভাব ততই বাড়ছে আরও আবহাওয়া দফতর জানিয়েছে।  রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে হলুদ সর্তকতা জারি করা হয়েছিল সেই সমস্ত জায়গায় কমলা সর্তকতা জারি করা হল। আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত  বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে। মারাত্মক বৃষ্টি হবে রাজ্যে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া , হুগলি , নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল থেকে এই অতি ভারী বৃষ্টি শুরু হয়ে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় টানা বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।  এর পাশাপাশি হাওড়া, হুগলি , নদিয়া, এই সমস্ত জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মারাত্মক ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলায়।

ঘূর্ণিঝড় বুলবুলের( Cyclone Bulbul Update) প্রভাবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।সবথেকে বেশি ক্ষতি হবে কাঁচা এবং মাটির বাড়ি গুলির। কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়তে পারে।যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কাঁচা এবং পাকা রাস্তা উভয়েরই ক্ষতি হতে পারে। বড় গাছ ভেঙে পড়তে পারে। তবে সব থেকে বেশি ক্ষতি হবে উপকূলীয় অঞ্চলের যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলির। উপকূল অঞ্চলে যারা বসবাস করেন তাদের সুরক্ষিত স্থানে চলে যেতে বলা হয়েছে । মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করা হয়েছে। আজ থেকেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার নিচু জায়গায় এক মিটারেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস দেখা যেতে পারে সমুদ্রের ঢেউ এক মিটার উচ্চতায় উঠতে পারে ভয়ঙ্কর বুলবুল এর প্রভাবে।

.