தமிழில் படிக்க Read in English
This Article is From May 04, 2019

Cyclone Fani Live Update: কাল ওড়িশায় যাবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী

Cyclone Fani status: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) প্রায় ১৫০০০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়

Advertisement
অল ইন্ডিয়া

Cyclone Fani: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ২০০০০ জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে

নিউ দিল্লি:

শুক্রবার সকাল থেকে ওড়িশায় (Odisha)  তান্ডব চালানোর পরে পশ্চিমবঙ্গে (West Bengal) ঢুকে পড়েছে ফণী (Fani)। পশ্চিমবঙ্গে (West Bengal) ফণী (Fani) আছড়ে পড়াতে বহু গাছ সমূলে উৎপাটিত হয়েছে। পূর্বাভাস অনুসারে শনিবার রাত পর্যন্ত রাজ্যে চলবে ফণীর তান্ডব। এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।  আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, “ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাথীর সঙ্গে কথা বললাম। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য কেন্দ্র একেবারে প্রস্তুত। ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলার জন্য বাংলার জনগণের সঙ্গে রয়েছি আমরা।”

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) প্রায় ১৫০০০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ২০০০০ জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।  

দেখুন ফণী-র সমস্ত রকম লাইভআপডেট:

May 04, 2019 13:32 (IST)
কাল সাইক্লোনের জন্য বাতিল করা হয়েছিল বহু বিমান, তাই আজ এয়ার ইন্ডিয়া অতিরিক্ত বিমান দিল্লি থেকে ভুবনেশ্বর ও ভুবনেশ্বর থেকে দিল্লির জন্য অতিরিক্ত বিমান পরিষেবার ব্যবস্থা করেছে   
May 04, 2019 12:53 (IST)
NDRF-এর জিআইজি রণদীপ কুমার রানা জানিয়েছেন, ''পশ্চিমবঙ্গে ফণীর প্রভাব দুর্বল হয়ে এসেছে। এরপর বাংলাদেশে চলে যাবে ফণী।পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। পশ্চিমবঙ্গে NDRF-এর নয়টা দল মোতায়েন করা হয়েছে।     
May 04, 2019 12:33 (IST)
মেট থেকে শেষ প্রাপ্ত খবর অনুসারে ফণী দুর্বল হয়ে পড়েছে। দুপুরের দিকে তা ঢুকে যাবে বাংলাদেশে। 
May 04, 2019 10:50 (IST)
৯:৫৭ টার সময় এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান উড়ে গেছে আগরতলার উদ্দেশ্যে।  
May 04, 2019 10:36 (IST)
ওড়িশার মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া। দুস্থ ও পীড়িত ব্যক্তিদের সাহায্যের জন্য যদি কোনো ব্যক্তি ত্রাণ দেন তাহলে বিনামূল্যে এয়ার ইন্ডিয়া তা ওড়িশায় পৌঁছে দেবে।  
Advertisement
May 04, 2019 10:25 (IST)
AFP থেকে প্রাপ্ত খবর অনুসারে বাংলাদেশে প্রায় ৪০০০০০ জন মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
May 04, 2019 10:21 (IST)
ওড়িশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী 

আগামী কাল ওড়িশা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট করে জানিয়েছেন, ''সাইক্লোন fani ওড়িশার অবস্থা কি করছে তা নিজে চোখে দেখতে যাব।''

May 04, 2019 10:18 (IST)
সকাল ৯:৪৫ থেকে কলকাতা বিমান বন্দর পুনরায় ছন্দে ফায়ার এসেছে 
May 04, 2019 09:29 (IST)
দিঘার রাস্তায় উপরে পড়া গাছের ছবি
May 04, 2019 09:18 (IST)
 à¦¶à§‡à¦· প্রাপ্ত খবর অনুসারে সকাল আট টা থেকে কলকাতা বিমান বন্দর স্বাভাবিক হওয়ার কথা ছিল। 
May 04, 2019 09:09 (IST)
কলকাতা থেকে ৪০ কিমি. দূরে হুগলির আরামবাগে দেখা গেছে ফণীর প্রভাব।বর্ধমান-হুগলির কান ঘেঁষে নদীয়া হয়ে শনিবার বিকেলের দিকে বাংলাদেশে ঢুকে পড়বে ফণী। ঝড় ও বৃষ্টির প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে।   
May 04, 2019 09:02 (IST)
কলকাতায় বৃষ্টির প্রভাব&
May 04, 2019 08:53 (IST)
রাত ১২:৩০ নাগাদ রাজ্যে দেখা যায় ফণীর প্রভাব, খড়্গপুরে ৭০ -৮০ কিমি. বেগে ঝড় প্রবাহিত হয়। 
May 03, 2019 18:51 (IST)

কলকাতা থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ফণী। আজ মধ্যরাতে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। যার ফলে ঘন্টায় ১১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন এক আধিকারিক।

May 03, 2019 18:48 (IST)

সাইক্লোন ফণীর প্রভাবে কলকাতায় ব্যাপক বৃষ্টি





Advertisement