নিউ দিল্লি: ঘূর্ণিঝড় ফেনি (Cyclone Fani) মঙ্গলবার ‘প্রচণ্ড তীব্র ঘূর্ণিঝড়ে' রূপান্তরিত হয়ে উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এই সাইক্লোন বা ঘূর্ণিঝড় দক্ষিণপূর্ব এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে প্রতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরছে,যার ফলে একটি তীব্র ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে বলেই জানিয়েছে দফতর।
দফতর জানিয়েছে, “আগামী ৩৬ ঘণ্টার মধ্যে অত্যন্ত গুরুতর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝড়ের। ১ মে সন্ধ্যায় উত্তর-পশ্চিমের দিকে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়টির এবং তারপরে উত্তর-পূর্বের দিকে বেঁকে উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।” ফেনি এখন দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, পুরীর (উড়িষ্যা) থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনমের (অন্ধ্র প্রদেশ) থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ত্রিঙ্কোমালীর (শ্রীলঙ্কা) ৬৮০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থা করছে।
সোমবার, উড়িষ্যা সরকার এই পরিস্থিতি বিষয়ে সতর্ক নজর রাখার জন্য রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (এসডিএমএ)নির্দেশ দিয়েছিল এবং সংশ্লিষ্ট সকল বিভাগকেই ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। আইএমডি জানায়, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কেরল, উত্তর উপকূলীয় তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ফেনি আসছে ফণা উঁচিয়ে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পিছোল ভারতীয় বায়ুসেনা
আবহাওয়া দফতরের প্রতিবেদন অনুসারে, “ঝোড়ো হাওয়ার গতি ১০০-১১০ কিলোমিটার বেগে শুরু করে ১২৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপকূলে ধেয়ে আসতে পারে। ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাড়তে বাড়তে তা ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গভীর তীব্র বেগে ধেয়েও আসতে পারে।”
দক্ষিণপূর্ব এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে সমুদ্রের অবস্থা খুবই উত্তাল রইবে বলে জানিয়েছে আইএমডি। উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, ১-৩ মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং ২-৪ মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্রের অবস্থা খুবই উত্তাল থাকবে। ৩ ও ৪ মে উপকূলীয় ওড়িশা ও উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিকটবর্তী জেলাগুলিতে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় ফেনির মোকাবিলা করতে প্রস্তুত নৌ বাহিনী
আবহাওয়া দফতর জেলেদের বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলের গভীর সমুদ্র এলাকায় এবং নিরক্ষীয় ভারত মহাসাগর, বঙ্গোপসাগরীয় দক্ষিণ পশ্চি এবং শ্রীলঙ্কা উপকূলে যেতে নিষেধ করেছে।
বিচ্ছিন্ন কিছু স্থানে ভারি বর্ষণ ও অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর উপকূলীয় তামিলনাড়ু ও দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কেরলের কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উড়িষ্যেরর বেশিরভাগ স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় একই দিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অধিকাংশ জায়গাতেই ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার উপকূলীয় কিছু জেলাতে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)