This Article is From May 02, 2019

'ফণী'র রোষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী

৬'টি দল অন্ধ্রপ্রদেশে, ১'টি দল ঝাড়খন্ডে, ১২'টি দল তামিলনাড়ুতে এবং ১২'টি দল পশ্চিমবঙ্গের শিবিরে রয়েছে।

'ফণী'র রোষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী
নিউ দিল্লি:

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪'টি উদ্ধারকারী ও সাহায্যকারী দল উপকূলবর্তী অঞ্চল এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে সাইক্লোন ‘ফণী'র জন্য আগাম সতর্কতা হিসাবে আগে থেকেই পৌঁছে গেল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২'টি দল অন্ধ্রপ্রদেশে, ২'টি দল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ২'টি দল ঝাড়খন্ডে, ২'টি দল কেরালাতে, ২৮'টি দল ওড়িশাতে, ২'টি দল তামিলনাড়ুতে এবং ৬'টি দল পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে বলে জানানো হয় একটি বিবৃতিতে। এছাড়াও, ৩১'টি দল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শিবিরে রয়েছে ‘সতর্কতা' জারি করার পর থেকেই। তাদের মধ্যে ৬'টি দল অন্ধ্রপ্রদেশে, ১'টি দল ঝাড়খন্ডে, ১২'টি দল তামিলনাড়ুতে এবং ১২'টি দল পশ্চিমবঙ্গের শিবিরে রয়েছে। প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই কারণে।

ফেনির মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন, পরিস্থিতি দেখলেন মোদী, ১০ টি তথ্য

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে বলা হয়, “এই দলটিতে রয়েছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল টিম, নৌকা সহ ডুবুরিরা, লাইফ জ্যাকেট, স্কুবা ডাইভিং-এর সরঞ্জাম এবং আধুনিকতম যোগাযোগ ব্যবস্থার যন্ত্রপাতি। যার মধ্যে রয়েছে কুইক ডিপ্লয়েবল অ্যান্টেনা, এইচএফ অথবা ভিএইচএফ সেট, স্যাটেলাইট ফোন। যে যে রাজ্যে ‘ফণী' ধেয়ে আসার সম্ভাবনা বেশি, সেখানকার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে এই দলগুলি। এই আধুনিকতম যোগাযোগ ব্যবস্থার যন্ত্রপাতিগুলির কারিগরী এতটাই উন্নত যে, সংশ্লিষ্ট এলাকার নেটওয়ার্ক চলে গেলেও এইগুলি একইভাবে কাজ করতে সক্ষম”।   

.