Read in English
This Article is From Jun 03, 2020

Live Updates: প্রবল ঝড় নিসর্গের মুখে মহারাষ্ট্র, হাই এলার্ট জারি মুম্বইতে

Cyclone Nisarga Live Update: প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর. মুম্বই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়

Advertisement
অল ইন্ডিয়া

Cyclone Nisarga Live Update: কিছুদিন আগেই আমফানে বিধ্বস্ত হয়েছে ওড়িশা, বাংলা ও বাংলাদেশ

Highlights

  • ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বই সংলগ্ন এলাকায় আছড়ে পড়বে নিসর্গ
  • মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি
  • করোনা ভাইরাসে মুম্বইয়ে এখনও পর্যন্ত আক্রান্ত ৪১,০০০ জন
নিউ দিল্লি:

প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর. মুম্বই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়। জানা গেছে সাইক্লোন নিসর্গ, প্রবল বেগে মহারাষ্ট্র (Maharashtra) উপকূলে আছড়ে পড়ল ওই ভয়ঙ্কর ঝড় (Cyclone Nisarga)। এর ফলে মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট, ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে গোয়া এবং মুম্বইয়ে থাকা ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে ধারাবাহিকভাবে লক্ষ্য রাখা হচ্ছিল।ইতিমধ্যে মুম্বইয়ের উপকূল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষদের লোকালয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।  

দেখুন সাইক্লোন নিসর্গের লাইভ আপডেট:

Jun 03, 2020 15:21 (IST)
Jun 03, 2020 15:19 (IST)
ঘূর্ণিঝড় নিসর্গের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার, এর কারণেই ওই প্রবল বেগে ঝোড়ো হাওয়া দিচ্ছে। ফুঁসতে দেখা গেছে সমুদ্রকেও। প্রায় ৬ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে কোথাও কোথাও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, মহারাষ্ট্রের নিচু এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে সমুদ্রের জল।
Jun 03, 2020 15:19 (IST)
Jun 03, 2020 15:16 (IST)
বুধবার দুপুরেই মহারাষ্ট্র উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড়। এনডিআরএফ (জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী) -এর শীর্ষ কর্তা এসএন প্রধান, টুইটে লেখেন যে, মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের কাছে বুধবার দুপুরেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। "পূর্বাভাস অনুযায়ীই মহারাষ্ট্রের রায়গড় জেলায় আলিবাগের কাছে ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ"। তিনি কয়েকটি ভিডিও ক্লিপও পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। গাছগুলো অসম্ভব রকম দুলছে। 
Jun 03, 2020 13:37 (IST)
প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর. মুম্বই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়। জানা গেছে সাইক্লোন নিসর্গ, প্রবল বেগে মহারাষ্ট্র (Maharashtra) উপকূলে আছড়ে পড়ল ওই ভয়ঙ্কর ঝড় (Cyclone Nisarga)। এর ফলে মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট, ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে গোয়া এবং মুম্বইয়ে থাকা ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে ধারাবাহিকভাবে লক্ষ্য রাখা হচ্ছিল।
Advertisement
Jun 03, 2020 13:09 (IST)
মহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় "নিসর্গ"
Jun 03, 2020 12:35 (IST)
ঘণ্টাখানেকের মধ্যেই আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", আগামী ৩ ঘণ্টার মধ্যে সেটি আঘাত হানবে থানেতে
Jun 03, 2020 11:59 (IST)
আইএমডি-র একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, মুম্বই থেকে ১৯০ কিলোমিটার দূরে আরব সাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় নিসর্গ উপকূলীয় শহর আলিবাগে বুধবার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টার মধ্যে আছড়ে পড়তে পারে। এখন সেখানে প্রায় ৯৫ কিমি. বেগে ঝড় বইছে। 
Jun 03, 2020 11:52 (IST)
সাইক্লোন নিসর্গের জেরে রেল ও বিমান চলাচলে বিঘ্ন।  
Jun 03, 2020 10:37 (IST)

বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (BMC) মুম্বইয়ের নাগরিকদের এই ঘূর্ণিঝড়র সতর্কতায় কী করা উচিত আর কী নয় সেবিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে:

কী কী করবেন

  • ঘরের যেসমস্ত জিনিস ঝড়ে উড়ে যেতে পারে সেগুলোকে ভাল করে আটকে রাখা বা অন্য জায়গায় à¦¸à¦°à¦¿à§Ÿà§‡ ফেলা উচিত
  • গুরুত্বপূর্ণ নথিপত্র ও গয়না একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ফেলুন
  • ব্যাটারি চালিত যেকোনও জিনিস, মোবাইল থেকে অন্যান্য গ্যাজেট, সবই চার্জ দিয়ে রাখুন
  • টিভি এবং রেডিও মারফৎ ঘূর্ণিঝড়ের যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেদিকে খেয়াল রাখুন
  • জরুরি অবস্থার কীভাবে মোকাবিলা করবেন তার পরিকল্পনা করে রাখুন
  • কাঁচা বাড়ি বা নড়বড়ে পুরনো বাড়িতে যদি বসবাস করেন তাহলে আপাতত সেটি ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন
  • জরুরি প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই রাখুন
  • ঝড়ের সময় চেষ্টা করুন জানলা-দরজা বন্ধ করে রাখতে এবং ঘরের কোনার দিকে না থেকে মাঝামাঝি জায়গায় জড়ো হোন
  • পরিষ্কার পাত্রগুলোতে যতটা সম্ভব খাবার জল সংরক্ষিত রাখুন, সংগ্রহে রাখুন খাবারও
  • ঘরে যদি à¦¶à¦¿à¦¶à§, শারীরিক প্রতিবন্ধী, বয়স্করা থাকেন তবে তাঁদের প্রতি আলাদা ভাবে নজর রাখুন
  • প্রয়োজনে প্রতিবেশীদেরও সহায়তা করুন
  • খুব প্রয়োজন ছাড়া কোনওভাবেই রাস্তায় বের হবেন না, সম্ভব হলে বুধ এবং বৃহস্পতিবার নিজেকে ঘরবন্দি করে ফেলুন

কী কী করবেন না

  • গুজব ছড়াবেন না বা নিজেও কোনও গুজবে কান দেবেন না
  • ঘূর্ণিঝড়ের সময় কোনওভাবেই কোনও à¦¯à¦¾à¦¨à¦¬à¦¾à¦¹à¦¨ চালানোর চেষ্টা করবেন না
  • নড়বড়ে বাড়িঘর থেকে দূরে থাকুন
  • খুব প্রয়োজন না হলে আহত ব্যক্তিদের নিয়ে অযথা ব্যতিব্যস্ত হবেন না
  • তেল এবং অন্যান্য দাহ্য পদার্থ কোনওভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়তে দেবেন না। যদি তা হয়ও তবে সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার করুন
Jun 03, 2020 09:26 (IST)
ইতিমধ্যেই মুম্বইয়ের সমুদ্র সৈকতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই সময় কোনও মানুষ যাতে ঘরের বাইরে না বের হন সেই জন্যে মুম্বই পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ঘোষণা করে সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে।

Jun 03, 2020 09:05 (IST)
 à¦­à§Ÿà¦™à§à¦•à¦° শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, à¦—ুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সমুদ্রের কাছে এবং উপকূলবর্তী এলাকায় যাতায়াতের বিষয়ে à¦¨à¦¿à¦·à§‡à¦§à¦¾à¦œà§à¦žà¦¾ জারি করা হয়েছে।
Jun 03, 2020 09:01 (IST)
Watch: মহারাষ্ট্রের উত্তর রত্নগিরি এলাকায় ইতিমধ্যে প্রবল ঝড় সহ বৃষ্টি শুরু হয়েছে
Jun 03, 2020 08:59 (IST)
ফতেহাবাদ, জিন্দ, হিসার, হানসি, মেহম এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২ ঘন্টার মধ্যে বৃষ্টি ২-৩ কিমি. বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। 



Advertisement