This Article is From Dec 17, 2018

Cyclone Phethai: অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়,মৃত ১, বিপর্যস্ত জনজীবন, ১০টি পয়েন্ট

দুপুরেই অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। আর তার জেরে উপকূলের জেলা গুলিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

ভারী বৃষ্টির জেরে ধ্বস  নেমে বিজয়ওয়ারাতে এক  ব্যক্তির মৃত্যু হয়েছে। 

হাইলাইটস

  • বৃষ্টির জেরে ধ্বস নেমে বিজয়ওয়ারাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
  • একাধিক জায়গায় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে
  • গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
বিজয়ওয়ারা, অন্ধ্রপ্রদেশ: বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে। রাজ্য সরকার জানিয়েছে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় কিছুটা শক্তি খুইয়েছে। তবে তার আগেই প্রাণ গিয়েছে একজনের। ক্ষয়ক্ষতি রুখতে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

সাইক্লোন সংক্রান্ত ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. ভারী বৃষ্টির জেরে ধ্বস  নেমে বিজয়ওয়ারাতে এক  ব্যক্তির মৃত্যু হয়েছে। 
     

  2. আছড়ে পড়ার  সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। 
     

  3. বিশাখাপত্তনম থেকে শুরু করে গুন্টুর –সহ একাধিক জায়গায় জনজীবন সম্পূর্ণ  বিপর্যস্ত হয়েছে।. 
     

  4. গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এন চিন্না রাজাপ্পা।   
     

  5. অন্ধ্রপ্রদেশে হাজার দশেক এনডিআরএফ জওয়ানকে মোতায়েন করা  হয়েছে। 
     

  6. বিপদ রুখতে বহু ট্রেন বাতিল করা  হয়েছে। ব্যহত বিমান পরিষেবাও। 
     

  7. স্কুল  থেকে শুরু করে  কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 
     

  8. নীচু এলাকায় বাস এমন মানুষদের অন্যত্র চলে  যেতে বলা হয়েছে  প্রশাসনের তরফে। 
     

  9.  কৃষি দপ্তর থেকে কৃষকদের ত্রিপলের সাহায্যে  চাষের জমি ঢেকে  রাখার পরামর্শ দেওয়া  হয়েছে। 
     

  10. গাজা  এবং  তিতলির পর পেতাই গত তিন মাসে অন্ধ্র প্রদেশে আছড়ে পড়া  তৃতীয় ঘূর্ণিঝড়।       



Post a comment
.