This Article is From Dec 17, 2018

ঘূর্ণিঝড় পেতাইয়ের জের, ৫০টিরও বেশি ট্রেন বাতিল করল দক্ষিণ – মধ্য রেল

ঘূর্ণিঝড় পেতাইয়ের জেরে ৫০টিরও বেশি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ – মধ্য রেল।  এই সমস্ত ট্রেনেরই অন্ধ্র  হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার কথা  ছিল।

Advertisement
অল ইন্ডিয়া

পেতাইয়ের জেরে আজ রাজ্যের একাধিক জেলায়  বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে

Highlights

  • পেতাইয়ের জেরে ৫০টিরও বেশি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল
  • কয়েকটি রুটের প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে
  • বিজয়ওয়ারা ও গুন্টুরের মতো কয়েকটি জায়গায় হেল্প লাইনও খোলা হয়েছে
বিজয়ওয়ারা :

ঘূর্ণিঝড় পেতাইয়ের জেরে ৫০টিরও বেশি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ – মধ্য রেল।  এই সমস্ত ট্রেনেরই অন্ধ্র  হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার কথা  ছিল। বিজয়ওয়ারা থেকে  ছাড়ে এমন  কয়েকটি ট্রেনও  আপাতত বাতিল  করেছে রেল। বাতিল হওয়া ট্রেনের মধ্যে  আছে বিশাখাপত্তনম- গুন্টুর সীমাদ্রি এক্সপ্রেস,  গুন্টুর- বিশাখাপত্তনম সীমাদ্রি এক্সপ্রেস, বিশাখাপত্তনম- বিজয়ওয়ারা এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেন। 

আজ অন্ধ্রে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা

পাশাপাশি কয়েকটি রুটের প্যাসেঞ্জার ট্রেনও  বাতিল করে  দেওয়া  হয়েছে বলে  রেল সূত্রে জানা গিয়েছে। তাছাড়া বিজয়ওয়ারা থেকে  ছাড়ে এমন কয়েকটি  এমইএমইউও বাতিল হয়েছে। দক্ষিণ- মধ্য  রেলের জিএম বিনোদকুমার যাদব বিভিন্ন রুটের দায়িত্ব সামলানো  আধিকারিকদের সতর্ক থাকার  নির্দেশ দিয়েছেন। বিজয়ওয়ারা ও  গুন্টুরের মতো কয়েকটি জায়গায় হেল্প লাইনও খোলা হয়েছে।

Advertisement

রাজ্যের ১০ জেলায় কাল – পরশু ভারী বৃষ্টির আশঙ্কা

এদিকে ঘূর্ণিঝড় পেতাইয়ের জেরে আজ রাজ্যের একাধিক জেলায়  বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। আজ  বিকেলের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। আর তার জেরেই বৃষ্টির আশঙ্কা  করছে আবহাওয়া  দপ্তর।  শুধু  পশ্চিমবঙ্গ নয় ওড়িশার চার জেলাতেও  ভারী থেকে  অতি ভারী বৃষ্টি হতে  পারে বলে  আশঙ্কা। এমনিতেই এ রাজ্যের একাধিক জেলায় রবিবার রাত  থেকে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা দক্ষিণ ওড়িশারও। আবহাওয়া  দপ্তর জানিয়েছে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি  উত্তর পূর্বে দিকে এগোতে থাকবে। এই পরিস্থিতি থেকেই বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ।

Advertisement

 

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement