This Article is From Jun 13, 2019

ঘূর্ণিঝড় বায়ু: ৭৭ টি ট্রেন বাতিল, দূরত্ব কমল আরও ৩৩টির

ঘূর্ণিঝড়(Cyclone Vayu) বায়ুর জন্য ৭৭ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৩৩ টি ট্রেনের দূরত্ব কমিয়ে এনেছে রেল।

ঘূর্ণিঝড় বায়ু: ৭৭ টি ট্রেন বাতিল, দূরত্ব কমল আরও ৩৩টির

ঘূর্ণিঝড়(Cyclone Vayu) বায়ুর কথা মাথায় রেখে ৭৭ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ দিল্লি:

ঘূর্ণিঝড় বায়ুর (Cyclone Vayu) জন্য ৭৭ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৩৩ টি ট্রেনের দূরত্ব কমিয়ে এনেছে রেল। এমনিতে ঘূর্ণিঝড়টি (Cyclone Vayu) নিজের গতিপথ বদলে ফেলেছে। এখন আর সেটি গুজরাট উপকূলে (Gujrat Coast) আছড়ে পড়বে না। কিন্তু ঝড়ের  প্রভাবে গুজরাটের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy To Very Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে।  পাশাপাশি অন্য কয়েকটি রাজ্যেও হতে পারে ভারী বৃষ্টি। সেই কারণে এই পরিবর্তন। ভারতীয় রেলের পশ্চিমাঞ্চলীয় (Western Division Of Indian Rail) বিভাগের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় (Cyclone Vayu) বায়ুর কথা মাথায় রেখে ৭৭ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ৩৩টির গতিপথে   পরিবর্তন আনা হয়েছে।

Cyclone Vayu-র রাতারাতি পথ পরিবর্তন: গুজরাটে আছড়ে পড়ছে না ঘূর্ণিঝড়

এর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও কয়েকটি পদক্ষেপ করেছে রেল। গুজরাটের পোরবন্দর, ওখলা, ভাবনগর, ভুজ-সহ  কয়েকটি জায়গার উপর দিয়ে যে ট্রেন চলাচল করবে সেগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি উদ্ধারকাজ মসৃণভাবে চালিয়ে নিয়ে যেতে বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজকোটে এবং ভাবনগর একটি করে দুটি বিশেষ ট্রেন চলবে।  এদিকে ঘূর্ণিঝড়(Cyclone Vayu) দিক পরিবর্তন করার আগেই রাজ্য সরকারের তরফে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়। মাসখানেক আগে ওড়িশার আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। সেই বিষয়টিকে মাথায় রেখেই আগাম তৎপরতা নিয়েছিল গুজরাট সরকার। তবে আবহাওয়া দপ্তর  জানিয়েছে রাতারাতি নিজের অবস্থান বদল করেছে ঘূর্ণিঝড়টি(Cyclone Vayu)। সেটির আর গুজরাটের দিকে ফেরার সম্ভাবনা নেই।

.