Read in English
This Article is From Oct 17, 2019

"Dada Kiya Toh...": বঙ্গ 'দাদা'র 'দাদাগিরি'তে 'আটারলি বাটারলি' উল্লাস

দেশের অন্যতম জনপ্রিয় সংস্থা 'আমূল'-ই (Amul India) বা এই উৎসবের থেকে সরে থাকে কী করে? তাদের বিজ্ঞাপনী প্রচার তাই সৌরভময়।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

আমূলের সাম্প্রতিক বিজ্ঞাপন সৌরভ গাঙ্গুলিকে সম্মান জানিয়ে

কোণঠাসা অবস্থা থেকে বিসিসিআই সভাপতি (BCCI President)। বঙ্গের মহারাজের দেশজয়। বাঙলা ও বাঙালির কাছে তো বটেই, গোটা দেশ 'দাদা' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদাগিরি-তে ফের মুগ্ধ। পত্র-পত্রিকায়, ম্যাগাজিন, চ্যানেলে, ওয়েবসাইটে এবং সোশ্যালে--রীতিমতো বীরপুজো চলছে। দেশের অন্যতম জনপ্রিয় সংস্থা 'আমূল'-ই (Amul India) বা এই উৎসবের থেকে সরে থাকে কী করে? তাদের বিজ্ঞাপনী প্রচার তাই সৌরভময়। বিজ্ঞাপনে আমূল মাখন লাগানো পাউরুটিতে বড় এক কামড় সভাপতির চেয়ারে বসা দাদার। পাশে আটারলি বাটারলি আমূল গার্ল দাঁড়িয়ে ব্যাট হাতে। সঙ্গে ক্যাচি ক্যাপশন, 'দাদা কিয়া তো নিভানা পড়েগা...।' 

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘‘ঘরের ছেলে'' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রত্যেক বিজ্ঞাপনেই আমূলের নিজস্ব বুদ্ধিমত্তার সঙ্গে সূক্ষ্ম রসবোধের মিশেল থাকে। এই বিজ্ঞাপনও তার ব্যতিক্রম নয়। নতুন সভাপতিকে সসম্মানে কুর্নিশ করেছে আমূল গার্ল। সঙ্গে আন্তরিক সম্বোধন দাদা সম্বধোন। সব মিলিয়ে প্রচার সার্থক। আমূলের এই ডুডল সামনে আসতই মন জয় করেছে সবার। দেখুন সেই পোস্ট---

Advertisement

বুধবারে এই প্রচার সামনে আসতেই টুইটারে দেড় হাজার লাইক আর এক টনেরও বেশি কমেন্ট পেয়েছে সংস্থা। এক নেটিজেন প্রশংসা করে বলেছেন, সুপার্ব! আমূল কখনও কারোর মুখের হাসি মুছতে দেয় না। প্রসঙ্গত, বিসিসিআই সভাপতির পদে নিজের নাম জমা দেওয়ার পরেই সোমবার সৌরভ বলেছিলেন, দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অধ্যায় আসতে চলেছে। আশা করছি, ভারতীয় ক্রিকেটের অনেক কিছু ভালো করতে পারব। এবং করার চেষ্টাতেও থাকব।

ভারত দিন-রাতের টেস্টেও ভাল খেলবে, জানিয়ে দিলেন Sourav Ganguly

Advertisement

সৌরভ যদিও ২০২০-র সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। বিগত পাঁচ বছর ধরে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতির পদ সামলাচ্ছেন।  খেলার মাঠের নিয়ম বলছে, একজন প্রশাসক মাত্র ছয় বছর দায়িত্বে থাকতে পারেন।

প্রসঙ্গত, বিসিসিআইয়ের নির্বাচন ২৩ শে অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দাদা-ই একমাত্র প্রার্থী, যিনি ভারতীয় ক্রিকেটের শীর্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

Advertisement

Advertisement