This Article is From Jul 05, 2019

রাজ্যে দৈনন্দিন ভাতা বাড়ল বিধায়কদের

বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম জানায়, তাদের দাবি ছিল, বিধায়ক এবং মন্ত্রীদের দৈনন্দিন ভাতার পার্থক্য না রাখা।

রাজ্যে দৈনন্দিন ভাতা বাড়ল বিধায়কদের
কলকাতা:

রাজ্যের বিধায়ক এবং ক্যাবিনেটমন্ত্রীদের দৈনন্দিন ভাতা বাড়ল শুক্রবার। বিধায়কদের দৈনন্দিন ভাতা ২,০০০ টাকা এবং ক্যাবিনেটমন্ত্রীদের ভাতা বেড়ে হল ৩,০০০ টাকা। বিধানসভায় ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের দৈনন্দিন ভাতা ছিল ১,০০০ টাকা এবং ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষেত্রে তা ছিল ২,০০০ টাকা। বিধায়কদের বর্তমান বেতন ২১,৮০০ টাকা। দৈনন্দিন ২,০০০ টাকা ভাতা নিয়ে এবার তা বেড়ে হল ৮১,৮০০ টাকা।

একজন ক্যাবিনেটমন্ত্রীদের মাসিক বেতন ২২,৮০০ টাকা। দৈনন্দিন ভাতা ৩,০০০ টাকা নিয়ে এবার তা হল ১,১২,৮০০ টাকা। মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ২৭,০০০ টাকা। ৩,০০০ টাকা দৈনন্দিন বাতা যোগ করে এবার তা বেড়ে হল ১,১৭,০০০ টাকা।

চতুর্থ রাজ্য হিসেবে ৫০ শতাংশ সংরক্ষণের সীমা পেরোল পশ্চিমবঙ্গ

দৈনন্দিন ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন বিধায়করা। বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম জানায়, তাদের দাবি ছিল, বিধায়ক এবং মন্ত্রীদের দৈনন্দিন ভাতার পার্থক্য না রাখা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.