নতুন ছন্দ নিয়ে ফিরিলেন 'ড্যান্সিং আঙ্কেল'
আবার এলেন, আবার দেখালেন এবং জিতেও গেলেন হাসতে হাসতেই। কথা হচ্ছে দেশের প্রিয় ড্যান্সিং আঙ্কেল মধ্যপ্রদেশের বাসিন্দা পেশায় ইলেকট্রনিক্সের অধ্যাপক সঞ্জীব শ্রীবাস্তবকে নিয়ে। এবার নিজেকে আরও বেশি করে তৈরি করে এনেছেন তিনি। তাঁর নৃত্যশৈলী এমনিতে বিশেষ জনপ্রিয়। আর এবার তিনি অনুসরণ করছেন হৃতিক রোশনকে। অতএব নাচের ভিডিয়ো ভাইরাল হতে দেরি হয়নি। জুলাই মাসের 3 তারিখ টুইটারে পোস্ট হয়েছে সেটি। আর এর মধ্যে লাইক সংখ্যা দাঁড়িয়েছে 1,300! গত মাসে রাতারাতি তাঁর কথা জানতে পারে গোটা দেশ। তাঁর অন্য একটিও নাচের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এবার হৃতিকের প্রথম ছবি "কহো না প্যায়ার হ্যায়'-এর জনপ্রিয় গানের সঙ্গে পা মিলিয়েছেন শ্রীবাস্তব।
এ নিয়ে টুইটারেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। হিন্দিতে লিখেছেন, ' এই ভিডিয়োটি আমি হৃতিককেই উৎস্বর্গ করলাম।'
রইল সেই ভিডিও
মধ্যে চল্লিশের ড্যান্সিং আঙ্কেল সঞ্জীব প্রথম শিরোনামে আসেন 12 মে।নিজের শ্যালকের প্রাক বিয়ের একটি অনুষ্ঠানে গানের সঙ্গে তাঁকে পা মেলাতে দেখা যায়। সেই ভিডিয়ো শেয়ার করেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখে নিন সেই ভিডিও।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)