গৌহাটি: দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ (ডিএইচআর) পর্যটকদের কথা মাথায় রেখে এই প্রথম সন্ধ্যাকালীন টয় ট্রেন সেবা প্রদান করছে। পর্যটকরা যাতে সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক যুগ ধরে এই টয় ট্রেন হিমালয়ের শোভা দেখিয়ে চলেছে পর্যটকদের। এবার থেকে পর্যটকরা সন্ধ্যা বেলাতেও এই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে পারবে। পূর্বোত্তর সীমান্তের রেলওয়ের প্ৰবক্তা জানিয়েছেন যে, গত সপ্তাহ থেকেই এই নতুন সেবা প্রদানের কাজ শুরু হয়ে গেছে।
রথযাত্রার অনুমতির জন্য, এবার সুপ্রিম কোর্টে আবেদন করছে বিজেপি
শর্মা আরও জানিয়েছেন যে,এরফলে শিলিগুড়ি ও তার আশেপাশের এলাকার পর্যটকরা প্রাণভরে ঘোরার আনন্দ উপভোগ করতে পারবে। 1999 সালে ইউনিস্কোর তরফ থেকে বিশ্বের অন্যতম ঐতিহ্য-র খেতাব দেওয়া হয়েছে।
ভিন জাতের যুবককে বিয়ে করায় তেলেঙ্গানায় ২০ বছরের তরুণীকে ‘খুন' করল পরিবার!
ট্রেনটি দুপুর তিনটের সময় শিলিগুড়ি থেকে রওনা হবে এবং বিকেল চারটে কিউরি মিনিটে রঙ্গটঙ্গ পৌঁছাবে। প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য শুকনাতে দশ মিনিট দাঁড়াবে। তিনি জানিয়েছেন যে, ফেরা সময় রঙ্গটঙ্গ থেকে বিকেল পৌনে পাঁচটায় রওনা দেবে।
VIDEO: রেলপথে স্টিম ইঞ্জিন