CBSE Datesheet: পরীক্ষা শুরুর দশ মিনিট আগে উত্তরপত্র হাতে পেয়ে যাবে ছাত্র ছাত্রীরা
হাইলাইটস
- দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করল সিবিএসই
- দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ মার্চ
- দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি। চলবে ৩ এপ্রিল পর্যন্ত
নিউ দিল্লি: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি (CBSE Datesheet) ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। দশম শ্রেণির পরীক্ষা (CBSE Datesheet) শুরু হবে ২১ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ মার্চ। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। মানে দেখা যাচ্ছে সাত সপ্তাহ আগেই পরীক্ষার দিন তারিখ থেকে শুরু করে যাবতীয় তথ্য প্রকাশ করে দিয়েছে পরীক্ষার নিয়ামক সংস্থা। আগের বছর কয়েকটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সিবিএসই-র পরীক্ষা একই দিনে পড়েছিল। আর সেই কারণে পদার্থবিদ্যার দিন পর্যন্ত বদল করতে হয়েছিল। এবার শুরু থেকেই এই বিষয়ের উপর নজর রাখা হয়।
CBSE Class 10 Time Table
CBSE Class 12 Time Table
সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রতিদিন পরীক্ষা শুরুর দশ মিনিট আগে উত্তরপত্র হাতে পেয়ে যাবে ছাত্র ছাত্রীরা। তার পাঁচ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র। পরীক্ষার কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ জানিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দুটি পরীক্ষার ফল প্রকাশিত হবে। সিবিএসই ভোকেশনাল শিক্ষার উপরে বিশেষ জোর দেয়। আর তাই দ্বাদশ শ্রেণিতে ভোকেশনাল কোর্সের সংখ্যা ৪০টি আর দশমে ১৫টি। এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাট অফ মার্কস নিয়ে আগেই বেশ কয়েক দফা জলঘোলা হয়েছে। এরপর দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় সিবিএসই ফল প্রকাশিত না হওয়ার আগে কাট অফ মার্কস ঠিক করতে পারবে না বিশ্ববিদ্যালয়। পরীক্ষার দিন তারিখ স্থির করার সময় সেই বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে।