हिंदी में पढ़ें Read in English
This Article is From Jan 12, 2020

হিজবুল জঙ্গিদের সঙ্গে গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিককে জঙ্গিই ধরা হবে: পুলিশ

পুলিশ সূত্রের খবর, একজন পুলিশ আধিকারিকের সাহায্য নিয়ে জঙ্গিরা কেন দিল্লি যাচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সোফিয়ানের পুলিশ আধিকারিকদের থেকে ইঙ্গিত পেয়ে শনিবার দাবিন্দর সিংকে গ্রেফতার করা হয় (প্রতীকি ছবি)

শ্রীনগর:

তিন জঙ্গির সঙ্গে যাওয়ার সময় রাজ্য প্রশাসনের হাতে ধরা পড়েন জম্মু ও কাশ্মীরের এক ঊর্দিদারী পুলিশ আধিকারিক, প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাঁকেও “জঙ্গি” হিসেবেই ধরা হবে। হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen) জঙ্গি নভেদ বাবুর সঙ্গেই গ্রেফতার করা হয় শ্রীনগর বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ সুপার দাবিন্দর সিং (Davinder Singh), শনিবার তাঁকে কুলগামের ওয়ানপো থেকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হবে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে যে বিদেশি প্রতিনিধি দল গিয়েছিল, তাঁদের সঙ্গে ছিলেন ওই পুলিশ আধিকারিক, এছাড়াও গত বছরে রাষ্ট্রপতির থেকে গ্যালান্টারি পুরস্কারও পেয়েছেন তিনি, এমন একজন পুলিশ আধিকারিক, স্বশস্ত্র জঙ্গিদের সঙ্গে কেন দিল্লি যাচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জঙ্গিদের সফর নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এবং আরও জানানো হয়েছে, তদন্তে যোগ করা হয়েছে সমস্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাকে।

'১৪৪ ধারা লাগাতার ব্যবহারে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে': জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সুপ্রিম কোর্ট

Advertisement

রবিবার শ্রীনগরে আইজি বিজয় কুমার সাংবাদিকদের বলেন, “গতকাল, সোফিয়ানে অভিযান চালিয়ে, একজন ওয়ান্টেড হিজবুল মুজাহিদিন জঙ্গির সঙ্গে গ্রেফতার করা হয় ডেপুটি পুলিশ সুপারকে, জাতীয় সড়কের ওপর দিয়ে একটি গাড়িতে যাচ্ছিল তারা”।

সোফিয়ানের পুলিশ সুপারের থেকে ইঙ্গিত পাওয়ার পরেই, অভিযান চালানো হয়, সেখানেই তাদের গাড়ি থামিয়ে গাড়ি পাকড়াও করে তাদের গ্রেফতার করে।

Advertisement

ওই পুলিশ আধিকারিক বলেন, “একাধিক জঙ্গি দমন অভিযানে কাজ করেছেন ওই পুলিশ আধিকারিক। তবে ঘটনাচক্রে তাঁকেই গ্রেফতার করা হয়...এটা জঘন্য অপরাধ। এই কারণে, জঙ্গিদের মতোই তাকে ভাবা হবে”, তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে।

ধৃত জঙ্গিদের থেকে পাওয়া তথ্যে ভিত্তি করে, রবিবারও একাধিক জায়গায় তল্লাশি করা হয়, ফলে সোফিয়ানে গোপন আস্তানারও সন্ধান মেলে।

৩৭০-এর বিলুপ্তির পরে পাথর ছোঁড়ার ঘটনা কমে গিয়েছে: সেনা বাহিনীর প্রধান নারাভানে

Advertisement

শনিবারের গ্রেফতারির পর, শহরের বিভিন্ন  জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, শ্রীনগরের ইন্দ্রনগর এলাকায় দাবিন্দর সিং-এর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি একে ৪৭ এবং দুটি পিস্তল।

জঙ্গি ও পুলিশ আধিকারিক দিল্লি আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Advertisement

ধৃত হিজবুল মুজাহিদিন জঙ্গি নভেদ বাবু আগে পুলিশ কনস্টেবল ছিল, ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয় সে, এখন জঙ্গিগোষ্ঠীর জেলার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে সে। তার বিরুদ্ধে ১১ জন ভিন জায়গার কর্মী, ট্রাক চালক, শ্রমিককে গত বছরে হত্যার অভিযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক রাজভবনে, দেখুন ভিডিও:

Advertisement

পুলিশ আধিকারিক বিজয় কুমার বলেন, গত বছর জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের আপেল উৎপাদন ও বিক্রি শিল্পকে টার্গেট করা হয়। ওই জঙ্গির বিরুদ্ধে একাধিক পুলিশ আধিকারিক ও নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে, তার বিরুদ্দে ১৮টি  এফআইআর রয়েছে বলে জানান আইজি বিজয় কুমার।

 PTI এর তথ্য সংযোজিত হয়েছে

Advertisement