This Article is From Jan 13, 2019

মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী তিলোত্তমা, এনআরএসে উদ্ধার ১৬টি কুকুর ছানার দেহ!

হাসপাতালের মধ্যে কে এসে এই সমস্ত প্যাকেট ফেলে গেল তা  জানার চেষ্টা হচ্ছে।

মধ্যযুগীয়  বর্বরতার  সাক্ষী তিলোত্তমা, এনআরএসে উদ্ধার ১৬টি কুকুর ছানার দেহ!

কে বা কারা এই কাণ্ড ঘটাল তা খতিয়ে  দেখা হচ্ছে।

হাইলাইটস

  • ছুটির সকালে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল শহর কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার প্রতিবাদ চলতে থাকে
  • কে বা কারা এই কাণ্ড ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে
কলকাতা:

মধ্যযুগীয়  বর্বরতার  সাক্ষী রইল শহর ককাতা। এনআরএস হাসপাতাল থেকে রবিবার উদ্ধার  হল ১৬টি কুকুর ছানার দেহ। কয়েকটি প্ল্যাস্টিকের প্যাকেটের মধ্যে সারমেয় শাবকগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে হাসপাতালের মধ্যেই পড়েছিল প্যাকেটগুলি। এদিন দুপুরের দিকে দেহগুলি দেখতে পান হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে  হাসপাতালে পৌঁছে যান কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পাশিপাশি সোশ্যাল মিডিয়াতেও গোটা ঘটনার প্রতিবাদ চলতে থাকে। বিষয়টি ভাবিয়ে  তুলেছে  প্রশাসনের কর্তাদেরও। কে বা কারা এই কাণ্ড ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।

শুনশান পথে তরুণীকে জোর করে বিষ খাওয়ানোর চেষ্টা, তির ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে

প্যাকেট গুলির মধ্যে খাবারও পাওয়া গিয়েছে। তা থেকেই পশুপ্রেমীদের একটা বড় অংশ মনে করছে বিষ খাইয়েই খুন করা হয়েছে এই শাবকদের। পাশাপাশি হাসপাতালের মধ্যে কে এসে এই সমস্ত প্যাকেট ফেলে গেল তা  জানার চেষ্টা হচ্ছে। হাসপাতালের দায়িত্বে থাকা  নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।                                                     

                                                                                                

.