কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government) জন্য সুখবর। ডিএ (DA) বাড়ল ২১ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার অনুমোদন কল ডিএ বৃদ্ধির প্রস্তাবে। বেসিক পে/ পেনশন-এর ১৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হল ডিএ-র পরিমাণ। এটি কার্যকর হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর একথা জানিয়েছেন। এর ফলে ৪৮ লক্ষ কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জাভড়েকর জানান। তিনি বলেন, এর ফলে ১.১৩ কোটি পরিবার উপকৃত হবে।
এই ডিএ বৃদ্ধির ফলে সরকারের বাড়িত খরচের পরিমাণ হবে ১৪,২৯৫ কোটি।
২০১৬ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সপ্তম পে কমিশন গঠন করে। তখনই বেতন বাড়ানো হয়েছিল। এবার বাড়ল ডিএ। এর ফলে কর্মীরা উপকৃত হবনে বলে জানান প্রকাশ জাভড়েকর।