This Article is From Oct 09, 2019

"দীপাবলির উপহার": কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা এবার পাবেন ১৭% মহার্ঘ ভাতা!

বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়

মহার্ঘ ভাতা বা ডিএ ১২ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হবে, ঘোষণা করেন Prakash Javadekar

নয়া দিল্লি:

সরকারি কর্মচারিদের জন্যে মহার্ঘ ভাতা বা ডিএ  (Dearness Allowance) আরও পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণাকে "দীপাবলির উপহার" বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। কেন্দ্রের ডিএ (DA) বৃদ্ধির এই ঘোষণায় প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হবেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। মন্ত্রী বলেন, মহার্ঘ ভাতা  বা ডিএ ১২ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হবে। এই পদক্ষেপের জন্য সরকারের অতিরিক্ত ১৬,০০০ কোটি টাকা ব্যয় হবে।

"এই ঘোষণা শ্রমজীবী শ্রেণীর মধ্যে আনন্দ নিয়ে আসবে, কেন্দ্রীয় সরকার অনেক ভাবনাচিন্তার পর সকলের কথা ভেবে এই পদক্ষেপের ঘোষণা করছে" বলেন জাভরেকর।

"কেন্দ্রীয় সরকারের একযোগে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা অনুযায়ী এবারের ৫ শতাংশ অতিরিক্ত বৃদ্ধিটি এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি," বলেন কেন্দ্রীয় মন্ত্রী ।

এর ফলে প্রায় ৬২ লক্ষ পেনশনভোগীরাও উপকৃত হবেন বলে তিনি জানান।

মহার্ঘ ভাতা হল বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকারি কর্মীদের দেওয়া বেতনের একটি অংশ।

.