মোজাম্বিকে মোট জনসংখ্যার ৫ শতাংশ প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
হাইলাইটস
- মশার কামড় দুর্ঘটনা নয়, জানালো শীর্ষ আদালত
- মোজাম্বিকে মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির
- পরিবার তার দুর্ঘটনায় মৃত্যুর বিমার টাকা দাবি করেছিল
নিউ দিল্লি: পূর্ব আফ্রিকার মোজাম্বিকে মশার কামড়ের জেরে ম্যালেরিয়ার কারণে যদি কারও মৃত্যু হয়, তাকে কি দুর্ঘটনায় মৃত্যু বলা যাবে? এমন একটি বিষয়ে মঙ্গলবার বীমার টাকা আদায় সংক্রান্ত মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠেছিল, মোজাম্বিকে মশার কামড় খেয়ে যদি কারও ম্যালেরিয়া হয় তা হলে সেটি কি দুর্ঘটনা হিসেবে গণ্য করা উচিত? বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন, ‘‘এই বীমার টাকা দাবি করার ক্ষেত্রে কিছু হাইপোথিসিস রয়েছে। ওই ব্যক্তি মশার কামড় খেয়ে আক্রান্ত হয়েছিলেন, নাকি তিনি কোন ভেক্টর বোর্ন রোগের বাহক সেটা স্পষ্ট নয়। আবেদনে বলা হয়েছে, মশার কামড় দেখতে পাওয়া যায় না চট করে, তাই একে দুর্ঘটনা বলে গণ্য করা হোক। কিন্তু আমরা এই আবেদনের সঙ্গে একমত নই।''
সপ্তাহের শুরুর দিকেই চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স উঠল ৪২৪ পয়েন্ট
মোজাম্বিকে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তার পরে তার পরিবার বীমার টাকা দাবি করেছিল। সেই সংক্রান্ত মামলা প্রথমে যায় ন্যাশনাল কনজ্যুমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের (এনসিডিআরসি) কাছে। তারা বিমা কোম্পানিকে নির্দেশ দেয় পরিবারকে বিমার টাকা ফিরিয়ে দিতে। এর পরেই বীমা কোম্পানি ন্যাশনাল ইনসিওরেন্স সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায়।
শীর্ষ আদালত অবশ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর ২০১৮ সালের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্টকে উল্লেখ করে জানিয়েছে, মোজাম্বিকে মোট জনসংখ্যার ৫ শতাংশ প্রতিবছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
বিজেপিতে যোগ দিচ্ছেন ১০০ তৃণমূল বিধায়ক দাবি অর্জুনের
আদালত তাই এনসিডিআরসি-এর নির্দেশকে খারিজ করে নিজেদের রায় বলেছে, ‘‘সংবিধানের ১৪২ নম্বর ধারার অধীনে কোনও ক্ষতিপূরণের টাকা আদায় এ ক্ষেত্রে সম্ভব নয়।''
২০১১ সালে ওই ব্যক্তি নিউ দিল্লির একটি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। যার জন্য তাকে ইএমআই দিতে হতো। সেখানে বলা ছিল তার দুর্ঘটনার কারণে মৃত্যু হলে পরিবার বিমার টাকা ফেরত পাবে। এর পরে তিনি কাজের প্রয়োজনে ২০১২ সালে আফ্রিকায় যান। সেখানে ম্যালেরিয়ায় তার মৃত্যু হয়।
এর পরে পরিবারের লোকজন পশ্চিমবঙ্গ জেলা কনজিউমার ফোরামের দ্বারস্থ হয় সেই টাকা আদায়ের জন্য।
বিমা কোম্পানি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানায়। আদালত নিজেদের রায়ে জানিয়েছে, ‘‘এনকেফেলাইটিস ম্যালেরিয়া মশার কামড়ে মৃত্যু হলেও একে দুর্ঘটনা বলা যায় না। কারণ এটি অজানা বা অপ্রত্যাশিত বিপদ নয়।''
বেঞ্চ জানিয়েছে, ‘‘কোনও ব্যক্তি যদি ফ্লু বা ভাইরাল জ্বরে আক্রান্ত হন, তা হলে সেটাকে দুর্ঘটনা বলা যায় না। যে কোনও রোগে যে কোনও সময়ে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।''
‘‘কোন ভাইরাল জ্বরে বা ফ্লু-তে আক্রান্ত হওয়ার ঘটনা যে কোনও সময়ে ঘটতে পারে কিন্তু তা কোনও ভাবে দুর্ঘটনা বলে বিবেচিত হয় না।''— বলে জানিয়েছে বেঞ্চ।