This Article is From Jul 09, 2020

জনসংখ্যার বিচারে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে! প্রতি মিলিয়নে সংক্রমিত ৫৩৮: স্বাস্থ্য মন্ত্রক

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২%-এর বেশী মানুষ। সক্রিয় সংক্রমণ ২ লক্ষের কিছু বেশী

জনসংখ্যার বিচারে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে! প্রতি মিলিয়নে সংক্রমিত ৫৩৮: স্বাস্থ্য মন্ত্রক

জনসংখ্যার বিচারে ভারতে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রিত: আইসিএমআর

নয়াদিল্লি:

প্রতি ১০ লক্ষের বিচারে ভারতে সংক্রমণ (Covid-19 in India) কম অনেক কম। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। হুয়ের পরিসংখ্যান তুলে মন্ত্রকের দাবি, দেশে প্রতি দশ লক্ষে অর্থাৎ এক মিলিয়নে সংক্রমিত ৫৩৮ জন। জানা গিয়েছে, মোট সংক্রমিত ৭ লক্ষ ৬৭ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪,৮৭৯ জন। মৃত ২০ হাজারের ওপরে। স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা এদিন বিকেলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। তাই সক্রিয় সংক্রমণ, মোট সংক্রমণ আর মৃত্যুর হার বিচারে আমাদের জনসংখ্যার (Population and Covid-19) পরিসংখ্যান মাথায় রাখতে হবে। প্রায় ১৪০ কোটির দিন হলেও, আমরা ব্যাপক হারে সংক্রমণ প্রতিরোধে সক্ষম। প্রতি দশ লক্ষে আমাদের ৫৩৮ জন সংক্রমিত। পাশাপাশি অন্য দেশ বিচার করলে প্রতি দশ লক্ষে সংক্রমণ ১০-১৫ গুণ বেশী।" হুয়ের পরিসংখ্যান তুলে তাঁর দাবি, "মৃত্যুর নিরিখে দেশের হাল নিয়ন্ত্রণে। মোট জনসংখ্যার বিচারে দেশে মৃত্যুর হার ৮%। মোট মৃতের ৩৯%-এর বয়স ৬০-৭৪। ৭৪ বছরের উপরে যাঁদের বয়স, তাঁদের মধ্যে মৃত্যুর হার ১৪%। ১২ বছরের উপরে অর্থাৎ ১৫-৪৪ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১২%।"

কনটেইনমেন্ট জোনে আপাতত সাতদিন লকডাউন, প্রয়োজনে পরে বাড়াবো: মুখ্যমন্ত্রী

তিনি জানিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২%-এর বেশী মানুষ। সক্রিয় সংক্রমণ ২ লক্ষের কিছু বেশী। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইসিএমআর কর্তারাও। 

এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.০৮ শতাংশে। এদিকে প্রতিদিনই বেশ বড় সংখ্যায় করোনা টেস্ট হচ্ছে। এই পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ পাওয়ার অনুপাতের গড় ৯.৩১ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (৩০,৫৪,৬৯৫)। তারপরেই রয়েছে ব্রাজিল (১৭,১৩,১৬০)। এই দেশ দুটোর পরেই করোনা আক্রান্তের হিসাবে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।

.