বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে পর্যটকদের এ রাজ্যে আনতে চান মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
- টিটিডিসি-র লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব
- নতুন লোগোতে ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
- বিপ্লব বলেন এ রাজ্যে পর্যটনের সম্ভবনা বিরাট
আগরতলা: ত্রিপুরা ডেভলেপমেন্ট কর্পোরেশন টিটিডিসি-র লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে পর্যটন দপ্তর। নতুন লোগোতে ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সেখানে যেমন ত্রিপুরেশ্বরী মন্দির আছে তেমনই থাকছে বাঁদরের মুখ।
পাশাপাশি আনারস থেকে শুরু করে আদিবাসী নারীও স্থান পেয়েছে লোগোতে। বিপ্লব বলেন এ রাজ্যে পর্যটনের সম্ভবনা বিরাট। আর তাই লোগো তৈরি হয়েছে। সেটি বানিয়েছে আগরতলার ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনলজি (নিট)-র কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত বর্ষের ছাত্র দেবাশিস ভৌমিক। লোগোর পাশাপাশি পর্যটনের পরিকাঠামো ঢেলে সাজানোর উপরও জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে পর্যটকদের এ রাজ্যে আনতে চান মুখ্যমন্ত্রী। তাই কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কয়েক মাস আগে ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি। তারপর থেকে পর্যটন শিল্পে জোড় দেওয়া হচ্ছে। আয়তনে ছোট হলেও ত্রিপুরা যে ভ্রমণের আদর্শ জায়গা হতে পারে সেটা বোঝানোই এখন সবচেয়ে বড় কাজ ত্রিপুরা সরকারের। শুধু লোগো তৈরি করলেই যে হবে না তা বিলক্ষণ জানেন প্রশাসনের কর্তারা। তাই রাজ্যে আসা পর্যটকদের যাতে কোনও ভাবে হেনস্থার শিকার হতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে প্রাইভেট গাড়ি ভাড়া করতে হয় প্রশাসনকে। গাড়ির চালকদের প্রশাসন সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। বলা হয়েছে কোনও অবস্থায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। হোটেল মালিকদেরও একইরকম নির্দেশ দেওয়া হয়েছে।