This Article is From Mar 13, 2019

রাজ্যের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকেই 'স্পর্শকাতর' ঘোষণা করা হোক, বলল কংগ্রেস

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বত্র হিংসা ছড়িয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, রাজ্যের স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সমস্ত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

রাজ্যের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকেই 'স্পর্শকাতর' ঘোষণা করা হোক, বলল কংগ্রেস

রাজ্যের সবক'টি বুথকেই 'স্পর্শকাতর' ঘোষণা করার জন্য অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে, বলেন সোমেন মিত্র

কলকাতা:

লোকসভা নির্বাচনের (Lok Sabha election) নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) গত রবিবার। সাত দফায় নির্বাচন হবে গোটা দেশজুড়ে। তিনটি রাজ্যেও হবে সাত দফা নির্বাচন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার। বুধবার প্রদেশ কংগ্রেস (west bengal congress) নির্বাচন কমিশনকে জানাল পশ্চিমবঙ্গে যে ৭৭ হাজার ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে, তার প্রত্যেকটিকে ‘স্পর্শকাতর' হিসাবে ঘোষণা করা হোক। তারপর সেখানে যথাযথভাবে ব্যবস্থা করা হোক আধাসামরিক বাহিনীর। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বত্র হিংসা ছড়িয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, রাজ্যের স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সমস্ত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

“পশ্চিমবঙ্গের ৭৭ হাজার ভোটগ্রহণ কেন্দ্রকেই স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে। আধাসামরিক বাহিনীকে নিয়োগ করতে হবে। ভোটগ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশকে রাখলে মানুষের বিশ্বাস অর্জন করা যাবে না”, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে এই কথা বলেন সোমেন মিত্র।

আরও পড়ুনঃ কেন আলিঙ্গন করেছিলেন নরেন্দ্র মোদীকে, বুধবার রহস্য ফাঁস করলেন রাহুল গান্ধী

তিনি বলেন, “স্বচ্ছ নির্বাচন যাতে এই রাজ্যে হয়, সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য আমরা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি। তৃণমূল ও বিজেপি এই রাজ্যের মানুষের মনে ত্রাস সৃষ্টি করে রেখেছে। স্বচ্ছ নির্বাচনের জন্য মানুষের মন থেকে ভয়টা দূর করা সবথেকে বেশি জরুরি”।

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে ‘হিংসার অতীতের কথা মাথায় রেখে' নির্বাচন কমিশনের উচিত এই রাজ্যকে অতি-স্পর্শকাতর রাজ্য হিসাবে ঘোষণা করা উচিত। বিজেপির এই দাবির পরদিনই বুধবার কংগ্রেসও একই দাবি জানাল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.