This Article is From Jan 10, 2020

'বয়কট ছপাক'কে থোড়াই কেয়ার, মুক্তির প্রথমদিনেই হলমুখী কলকাতা

ছবি বয়কটের ডাক থাকলেও কলকাতার থোড়াই কেয়ার। নেটিজেনদের 'হ্যাশট্যাগ বয়কট ছপাক' প্রচার উড়িয়ে মুক্তির প্রথমদিনেই হলমুখী শহরের সিনেপ্রেমীরা।

'বয়কট ছপাক'কে থোড়াই কেয়ার, মুক্তির প্রথমদিনেই হলমুখী কলকাতা

ছবির একটি দৃশ্যে মালতী ওরফে দীপিকা পাডুকোন।

হাইলাইটস

  • এদিন ২৩৩ টি শো প্রদর্শিত হয়েছে।
  • কমবেশি সব শো হাউসফুল গিয়েছে কলকাতায়
  • ছিল না কোনও প্রতিবাদ, আন্দোলন কিংবা বিক্ষোভ
কলকাতা:

ছবি বয়কটের ডাক থাকলেও কলকাতার (Kolkata) থোড়াই কেয়ার। নেটিজেনদের '#বয়কট ছপাক' প্রচার উড়িয়ে মুক্তির প্রথমদিনেই হলমুখী শহরের সিনেপ্রেমীরা। শুক্রবারের বক্স অফিস কালেকশন মোতাবেক, শহর কলকাতার প্রায় ৭৯ টি প্রেক্ষাগৃহে হাউসফুল বোর্ড ঝুলেছে। একই দৃশ্য দেখেছে, শহরতলি ও পাশের জেলাগুলোও। হল মালিক সংগঠন সূত্রে খবর, কোনওরকম অশান্তি ছাড়াই দর্শকরা উতরে দিয়েছেন ছপাকের প্রথমদিন। এদিন জানা গেছে, কলকাতার মাল্টিপ্লেক্স-সহ প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাসিড আক্রান্ত (Acid Attack Victim) তরুণী লক্ষ্মী আগরওয়ালের এই বায়োপিক (Biopic)। দীপিকা পাডুকোন প্রযোজিত এবং মেঘনা গুলজার পরিচালিত এই ছবির জন্য শহরতলি ও কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে যথেষ্ট উন্মাদনা চোখে পড়েছে।

দীপিকা পাড়ুকোনের ছবি "ছপাক": মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে করমুক্ত

এদিন মোট ২৩৩টি শো প্রদর্শিত হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে ছবি পরিবেশক সংগঠন।তারা জানিয়েছে, কোনওরকম অযাচিত ঘটনা ছাড়াই দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া মিলেছে। মোটের উপর হাউসফুল ছিল প্রায় প্রতিটা শো। এ প্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবার জেএনইউ পড়ুয়াদের পাশে দাঁড়াতে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন দীপিকা পাডুকোন। তারপর থেকেই তাঁর ছবি না দেখার আবেদন নেট দুনিয়া-সহ অন্যত্র। 'বয়কট ছপাক' ব্যানারে চলেছে প্রতিবাদ। ওইদিন বিজেপি নেতা তেজিন্দর সিং বাগ্গা বলেছিলেন, "যিনি 'টুকরে-টুকরে গ্যাং'য়ের সমর্থক আমি অন্তত তাঁর ছবি দেখব না।"

পাশাপাশি বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বুধবার বলেছিলেন, জেএনইউ-র বামপন্থী পড়ুয়াদের পশে দাঁড়ানোর আগে দীপিকা পাডুকোনের উচিত ছিল, ঠিক কী ঘটেছে ভালো করে খতিয়ে দেখা। সেটা না করে একপক্ষের সমর্থনে সেদিন জেএনইউ গিয়েছিলেন দীপিকা পাডুকোন। তবে তাঁর ছবি বয়কটের অবস্থানকে সমর্থন করেননি শাহনওয়াজ হুসেন।

অনেকে আবার দীপিকা পাডুকোনের অবস্থানের বিরোধিতা করতে, অ্যাডভান্স বুকিং করে সেই টিকিট ক্যানসেলও করেছে।  সমালোচিত হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক নেটিজেন তাঁর মঙ্গলবারের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছিলেন। সেদিন আদতে 'নীরব প্রতিবাদ'-এ অংশ নিয়েছিলেন দীপিকা, দাবি করেছেন নেটিজেনরা। এমনকী হ্যাশট্যাগসাপোর্ট দীপিকা ব্যানারে তাঁর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে অনেক নেটিজেনকে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.