This Article is From Aug 06, 2019

দিল্লির ফ্ল্যাট বাড়িতে আগুন, মৃত ছয়, গুরুতর আহত ১১

Delhi Fire:পুলিশ তদন্তের সূত্র ধরে জানা গেছে যে, এই চারতলা ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল। আগুন লাগে প্রায় রাত ২ টো নাগাদ

Delhi Fire:প্রাণ বাঁচানোর চেষ্টায় কিছু লোক ওপর থেকে ঝাঁপ দিয়ে, যার ফলে তারা গুরুতর আহত হয়েছে

নিউ দিল্লি:

দক্ষিণ দিল্লির (Southeast Delhi) জাকির নগরের (Zakir Nagar) একটি বহুতলে আগুন (Delhi Fire) লাগার ফলে মৃত ছয় এবং গুরুতর আহত হয়েছেন ১১ জন । পুলিশ সূত্রানুসারে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দু'জন পুরুষ, দু'জন মহিলা ও দুই শিশু রয়েছেন। পুলিশ তদন্তের সূত্র ধরে জানা গেছে যে, এই চারতলা ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল। আগুন লাগে প্রায় রাত ২ টো নাগাদ ।

মুম্বইয়ের অগ্নিকাণ্ডে উদ্ধারকার্যে নামানো হল ‘রোবোফায়ার'

এক প্রবীণ পুলিশ কর্মকর্তাদের মতে, আগুনটি বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সাতটি গাড়ি এবং আটটি বাইক পুড়ে যায়। পুলিশ এই ঘটনায় আহত সকলকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গুলি প্রেরণ করা হয়েছে ।

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে, বহুতলের ছাদে জমায়েত আতঙ্কিত মানুষের

বাড়ির ছাদের থেকে ঝাঁপ দিয়ে কিছুলোক তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, যার ফলে তারা গুরুতর আহত হয়েছে। পুলিশের তৎপরতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।  ঘটনাটি আয়ত্তে আনার জন্য ঘটনাস্থলে দমকল বাহিনীর আটটি ইঞ্জিন প্রেরণ করা হয়।  

.