Read in English
This Article is From May 08, 2018

দিল্লি এনসিআর এলাকায় ঝড়ের প্রভাবে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা। 10 টি তথ্য

এই ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাষের কারণে হরিয়ানার সব স্কুলও বন্ধ রয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

ঝড়ের ফলে দিল্লির রাস্তায় বেশ কিছু ভেঙে পরে

নিউ দিল্লি : গতকালের মতন আজও দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় ফের কালবৈশাখী ঝড় হওয়ার পূর্বাভাস দিলো আবহওয়া দপ্তর। সোমবার রাতের মতনই আজও 50 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। গতকালের পর আজ দপ্তর জানিয়েছে, আবহাওয়া ধীরে ধীরে ঠিক  পরিষ্কার  হচ্ছে ঠিকই কিন্তু আজও আকাশের চোখ রাঙানির ভয় থেকেই যাচ্ছে। গতকালের এই ঘটনার আজ দিল্লির স্কুল ছুটি দেওয়া হয়েছে। পুলিশকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং মেট্রো রেলকে নিরাপত্তার সাথে পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 10 টি মূল্যবান তথ্য:

1. বড় ঝড়ের সম্ভবনা না থাকলেও, অফিস জানিয়েছে 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝড় ও  বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে 

Advertisement
2. হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও বিকানিরে গতকালের মতো ধুলো ঝড় হবে না।  আজ সকালে জয়পুর এবং আজমেরে তীব্র হাওয়া বয়েছে। 

3. উত্তরাখন্ড আর হিমাচল প্রদেশে  আজ কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে

Advertisement
4. সান্ধ্যকালীন সকল বিদ্যালয় আজ দিল্লি সরকার বন্ধ করার নির্দেশ দিয়েছে

5. ঝড়ের পূর্বাভাসের কারণে আজ হরিয়ানার সকল বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, এবং সকল সরকারি কর্মচারীর ছুটি বাতিল করে ঝড়ের মোকাবিলা করার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করেছে। 

Advertisement
6. আপদকালীন পরিস্তিতি মোকাবিলার জন্য দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে নিজেদের তৈরী রেখেছে। 

7. পশ্চিমবঙ্গ ছাড়া দেশের আরো 20টি রাজ্যে ঝড়ের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর

Advertisement
8. ঝড়ের প্রভাবে ত্রিপুরায় এক জন মহিলার মৃত্যু ছাড়াও 1800টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। 

9. আবহাওয়া দপ্তর জানিয়েছে, 6ই মে থেকে 9ই মে অবধি ভারতের উত্তর পশ্চিম প্রান্তে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা আছে।  

Advertisement
10. শেষ সপ্তাহ থেকে গোটা 5 রাজ্য মিলিয়ে প্রায় 120 জন মানুষের মৃত্যু ও 300 জনের ওপর আহত হয়েছে। 

 
Advertisement