Read in English
This Article is From Jul 04, 2018

চালকের বুদ্ধিমত্তায় প্রানে বাঁচলেন 100 যাত্রী

কেবিনের প্রেশার নির্ধারিত মাত্রার থেকে কমে যায়

Advertisement
অল ইন্ডিয়া

প্রাণে বাঁচতে অক্সিজেন মাস্ক পরেছেন যাত্রীরা

Highlights

  • কেবিন প্রেশার কমে যাওয়া স্পাইস যেতে বিমানে বিপত্তি
  • সেই বোয়িং 737 বিমানে ছিলেন 100 জন যাত্রী
  • সকলেইএখন নিরাপদে আছেন
আমেদাবাদ:

মাঝ আকাশে কমল কেবিন প্রেশার ! কিন্ত চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। মুম্বই থেকে দিল্লি উড়ে যাওয়ার সময় মাঝ আকাশে  কেবিন প্রেশার কমে যায় স্পাইস জেটের  VT-SZB বিমানের।

বিপদের আশঙ্কা করেন চালক।  এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে উড়িয়ে নিয়ে জান আমেদাবাদের দিকে।  

তারপর সেখানেই অবতরণ করে বোয়িং  737 বিমান।  উড়ান সংস্থার মুখপাত্র জানিয়েছেন বিমানের 100  যাত্রী ও কর্মীরা নিরাপদেই আছেন। 
 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement