This Article is From Feb 25, 2020

"দয়া করে হিংসা-হানাহানি বন্ধ করুন", সকলের প্রতি আবেদন দিল্লি মুখ্যমন্ত্রীর

Delhi CAA Clash: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকে ঘিরে উত্তর পূর্ব দিল্লিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়, ঘটনায় ১ হেড কনস্টেবল সহ মৃত ৭

জনতার প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানালেন Arvind Kejriwal

হাইলাইটস

  • দিল্লির উত্তেজনাকর পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন দিল্লি মুখ্যমন্ত্রী
  • এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে বৈঠক করেন অমিত শাহও
  • দিল্লির জনতাকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল
নয়া দিল্লি:

সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতা থেকেই সূত্রপাত, শনিবার যে ঘটনার সলতে পাকানো হয়েছিল, রবি ও সোমবার সেই সলতেতেই লাগানো হল আগুন। সিএএ বিরোধী ও সমর্থনকারী, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে (CAA Clashes) ঘিরে অগ্নিগর্ভ উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর থেকে বিস্তীর্ণ অঞ্চল। রাজধানীর এই সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন দিল্লি প্রশাসন। মঙ্গলবারও সেখানে জারি রয়েছে থমথমে পরিবেশ। এই পরিস্থিতিতে (Delhi CAA Clash) দিল্লির (Delhi) জনতার প্রতি শান্তিরক্ষার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে সকলের প্রতি সহিংসতা না ছড়ানোর জন্যে আবেদন করতে দেখা যায় তাঁকে। এর আগে দিল্লির এই সংঘর্ষের মাঝে পড়ে দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন আপ প্রধান।

"বাবার কী দোষ ছিল?" প্রশ্ন দিল্লির সিএএ হিংসার বলি পুলিশ কর্মীর সন্তানদের

কেজরিওয়াল টুইট করেন, "আমি দিল্লির কিছু অংশের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন, সবাইকে সহিংসতা ত্যাগ করার আবেদন জানাচ্ছি। দিল্লির হিংসাপ্রবণ এই অঞ্চলগুলির বিধায়ক এবং সব দলের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি"। 

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্ব দিল্লির উত্তেজনাকর পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন। সেখানকার সহিংসতার ঘটনায় ইতিমধ্যেই ১ হেড কনস্টেবল সহ ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

উত্তর-পূর্ব দিল্লিতে কীভাবে ছড়াল হিংসা, জেনে নিন ভিতরের গল্প

এদিকে মঙ্গলবারই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে যেভাবে সিএএ নিয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজধানীতে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক অরবিন্দ কুমার, দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাটনায়েক সহ অন্যান্য উর্ধ্বতন সরকারি আধিকারিকরা।

গত দু'দিন ধরে সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, এবং দোকানে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিস্তীর্ণ এলাকা। সোমবারের ওই ভয়ঙ্কর হিংসার ঘটনায় নিহত হন ১ পুলিশকর্মী সহ মোট ৭ জন এবং আহত হন বহু মানুষ। মঙ্গলবারও উত্তর-পূর্ব দিল্লিতে উত্তেজনা বজায় রয়েছে, চলছে অবাধে লুটপাট।

.