Read in English
This Article is From Feb 22, 2020

দিল্লির স্কুল পরিদর্শনে মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল, জানালো আপ

Melania Trump: সরকারি বিদ্যালয়ে গিয়ে "হ্যাপিনেস ক্লাস" দেখতে চান মার্কিন ফার্স্ট লেডি, ঘণ্টাখানেক কাটাবেন পড়ুয়াদের সঙ্গে, জানিয়েছিল কেন্দ্রীয় সরকার

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Delhi: সরকারি স্কুলে যান মেলানিয়া ট্রাম্প এ ব্যাপারে মোটেই সায় নেই অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার

Highlights

  • মেলানিয়া ট্রাম্পকে দিল্লির স্কুল পরিদর্শনে আমন্ত্রণ জানায়নি দিল্লি সরকার
  • আম আদমি পার্টির তরফ থেকে জানানো হল এই কথা
  • কেন্দ্রীয় সরকারের ওই পরিকল্পনায় সায় নেই অরবিন্দ কেজরিওয়ালের, জানাল আপ
নয়া দিল্লি:

আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ দেশে আসছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। শোনা গেছে, এ দেশে এসে নাকি দিল্লির একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটাতে যাবেন মার্কিন ফার্স্ট লেডি। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) একসময় রাজধানীর বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে "হ্যাপিনেস ক্লাস" বা "আনন্দের সঙ্গে পাঠ" চালু করেন। আর সেই ব্যবস্থাই নিজের চোখে দেখতে চান মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী (Melania Trump)। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হল যে, মেলানিয়া ট্রাম্পকে দিল্লির স্কুল পরিদর্শনের জন্যে মোটেই আমন্ত্রণ জানাননি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

আপের দলীয় সূত্র জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকার এই কর্মসূচি থেকে সরে আসতে ইচ্ছুক।

ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলবেন ট্রাম্প

Advertisement

এর আগে শোনা গেছিল যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার মেলানিয়া ট্রাম্প বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন। তিনি ঘণ্টাখানেক সময় ওই বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে ব্যয় করবেন, এমনটাও শোনা যায়।

স্কুলছাত্রীদের মধ্যে থেকে স্ট্রেস কমানোর প্রয়াস হিসাবে বছর দুয়েক আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া হ্যাপিনেস ক্লাস নামের ওই পাঠক্রমটি চালু করেন। এই পাঠক্রমে ছাত্রছাত্রীদের নিয়মিত ৪০ মিনিট সময় ধরে ধ্যান এবং অন্যান্য ব্যায়াম ও খেলাধুলো করতে হয়।

Advertisement

"আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান স্তম্ভ ভারত": মার্কিন যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পের সফর সূচি জানাতে গিয়ে কেন্দ্র জানিয়েছিল যে, এ দেশে এসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে ব্যস্ত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট, সেই সময়েই দিল্লির সরকারি স্কুল পরিদর্শনে যাবেন মেলানিয়া ট্রাম্প।

Advertisement

এর আগে দিল্লি নির্বাচনের সময় বিজেপি প্রচার করে যে কেজরিওয়াল রাজত্বে সেখানকার সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ। অথচ সেই স্কুলেই আবার মার্কিন ফার্স্ট লেডিকে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাতেই ঘোর আপত্তি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আগামী ২৪ মার্চ এ দেশে পা রেখে প্রথমেই প্রধানমন্ত্রী মোদির নিজের রাজ্য গুজরাটে যাবেন ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ওই রাজ্যের আহমেদাবাদে সদ্য নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি মেগা ইভেন্ট "নমস্তে, ট্রাম্প" অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপরে গুজরাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। তবে দিল্লি পৌঁছানোর আগে আগ্রার তাজমহলেও একবার ঢুঁ মেরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাঁর ফার্স্ট লেডি।

Advertisement