தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 20, 2020

রোড শোয়ের কারণে দেরি, মনোনয়ন জমা দেওয়া হল না অরবিন্দ কেজরিওয়ালের

রোড শোয়ের যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে কেজরিওয়াল গাড়িতে করে জনসমুদ্রের মাঝখান দিয়ে চলেছেন। ভিড়ের কারণে গাড়ি চলছে একেবারে ঢিমে লয়ে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

এদিনের রোড শো শুরু হয়েছিল বাল্মীকি মন্দির থেকে।

নয়াদিল্লি:

রোড শো শেষে বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) মনোনয়ন জমা দিতে গিয়ে সময়মতো পৌঁছতে না পেরে মনোনয়ন জমা দেওয়া হল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অরবিন্দ জানিয়েছেন, তিনি ওইদিনই মনোনয়ন জমা দেবেন। নির্বাচন কমিশনারের দফতরে দুপুর তিনটের মধ্যে মনোনয়ন জমা দিতে হত। সময়মতো পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাকে বলা হয়েছিল মনোনয়ন জমা দিতে। কিন্তু আমি বলেছিলাম, কী করে এদের ছেড়ে (রোড শোয়ে আসা জনতা) যাব? আমি কাল মনোনয়ন জমা দিতে যাব।''

প্রসঙ্গত, এদিনের রোড শো শুরু হয়েছিল বাল্মীকি মন্দির থেকে।  ঠিক ছিল তা শেষ হবে নির্বাচনি আধিকারিকদের অফিসে গিয়ে। কিন্তু কনট প্লেসে বিপুল জনসমাগম হয়। ফলে সময়মতো গন্তব্যে আর পৌঁছনো হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীর।

রোড শোয়ের যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে কেজরিওয়াল গাড়িতে করে জনসমুদ্রের মাঝখান দিয়ে চলেছেন। ভিড়ের কারণে গাড়ি চলছে একেবারে ঢিমে লয়ে। এবার নির্বাচনে দলের স্লোগান ‘‘আচ্ছে বিতে পাঁচ সাল, লাগে রহো কেজরিওয়াল'' শোনা যায় আশপাশে থাকা আপ সমর্থকদের কণ্ঠে।

Advertisement

Advertisement