This Article is From Jul 11, 2019

ভুয়ো হলফনামা পেশের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব আদালতের

মামলাকারীর পক্ষের আইনজীবী নীরজের অভিযোগ, হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়ো তথ্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভুয়ো হলফনামা পেশের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব আদালতের

২৫ জুলাইয়ের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় মেজিস্ট্রেট সমর বিশাল। (ফাইল ছবি)

নয়াদিল্লি:

২০১৪ লোকসভা নির্বাচনের মনোনয়নে ভুয়ো হলফমামা পেশের অভিযোগে তৃণমূল সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ডেকে পাঠাল দিল্লি আদালত। ২৫ জুলাইয়ের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় মেজিস্ট্রেট সমর বিশাল। শুনানিতে বিচারক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ঠ কারণ রয়েছে... ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১২৫ এ ধারায়, জনপ্রতিনিধি আইনে, কমিশন অফ অফেন্স (ভুয়ো হলফনামা জমা দেওয়া) নোটিশ পাঠানো হয়েছে”। মামলাকারীর পক্ষের আইনজীবী নীরজের অভিযোগ, হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়ো তথ্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চাষের কাজে অনিচ্ছুক, জমি বিক্রি করে দিচ্ছেন সিঙ্গুরের কৃষকরা: মমতা

তাঁদের অভিযোগ, নিজের এমবিএ ডিগ্রি সম্পর্কে হলফমামায় ভুয়ো তথ্য পেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং স্নাতকের ডিগ্রি সম্পর্কেও তথ্য গোপন করেছেন।

মামলাকারীর তরফে বলা হয়, “সাধারণ মানুষের মধ্যে নিজেকে উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে ভাবমূর্তি তৈরির জন্য, ইচ্ছাকৃতভাবে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে ভুয়ো তথ্য পেশ করেছেন অভিষেক”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.