தமிழில் படிக்க Read in English
This Article is From May 29, 2020

হরিয়ানার ভূমিকম্পে কাঁপল দিল্লি! রিখটার স্কেলে কম্পন মাত্রা ৪.৬

এক নেটিজেন টুইটে জানান, "কী বড় ভূমিকম্প!" মীরা চোপড়া নামে একজন লিখেছেন, "এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল দিল্লি।" 

Advertisement
অল ইন্ডিয়া Edited by

উত্তর ভারতে কম্পন অনুভুত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬!

নয়া দিল্লি :

রোহতকের ভূমিকম্পে (Earthquake in Hariyana) কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ। রিখটার স্কেলে (Richtar Scale) কম্পনের মাত্রা ছিল ৪.৬! ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দাবি, হরিয়ানার রোহতক এই ভূমিকম্পের উপকেন্দ্র। জানা গিয়েছে, বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখে গিয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গার আবাসিকদের। শুক্রবার রাত ৯টা ৮মিনিটে অনুভূত হয় এই কম্পন। এই গভীরতা ছিল মাটি থেকে ৩.৩ কিমি পর্যন্ত। দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিমি দূরে অবস্থিত রোহতক। কম্পন পরবর্তী পর্যায়ে আতঙ্কের রেশ ট্রেন্ডিং হয়ে ওঠে সোশাল মাধ্যমে। এক নেটিজেন টুইটে জানান, "কী বড় ভূমিকম্প!" মীরা চোপড়া নামে একজন লিখেছেন, "এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল দিল্লি।" 

দেখুন সেই টুইট: 

কুণাল ওবেরয় নামে গুরগাঁওয়ের এক আবাসিক এনডিটিভিকে জানিয়েছেন, আমার বিছানা, টেবিল আর সিলিং পাখা মারাত্মক ভাবে দুলছিল। দেওয়াল ও টিভিও কেঁপে উঠেছে। সাত-আট সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই ভূমিকম্প।" .

Advertisement