Earthquake in Delhi today: কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হয় রাজধানীতে
নয়াদিল্লি: কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ! সূত্রের খবর, নয়াদিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় রিখটার স্কেলে ৬.৩ তীব্রতার ভূমিকম্প (Tremors) অনুভূত হয়েছে। আফগানিস্তনের (Afghanistan) হিন্দুকুশ পর্বত (earthquake in the Hindukush region) এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে খবর। প্রায় এক মিনিট স্থায়ী এই কম্পনে NDTV'র স্টুডিও, আলো কয়েক সেকেন্ডের জন্য কাঁপতে দেখা যায়।
আফগানিস্থানের হিন্দুকুশ পর্বতে বিকেল ৫.০৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। প্রায় এক মিনিট স্থায়ী এই কম্পনে কেঁপে ওঠে দিল্লির প্রতিবেশী শহর গুরগাওঁ, নয়ডা এবং পড়শি রাজ্য রাজস্থানের জয়পুরও। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তিহানির খবর নেই। তবে আতঙ্কে অনেককেই বাড়ি এবং অফিসের বাইরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে।
কম্পনের তীব্রতা এতটাই যে সিলিং ফ্যান ও ঝাড়বাতি কাঁপতে থাকে। অনেকে আবার সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।