This Article is From Feb 08, 2020

Delhi Elections 2020 Voting Live Updates: আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব

৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে ৬৭২ জন প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোটপ্রচার।

Delhi Elections 2020 Voting Live Updates: আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব

Delhi Elections 2020 Voting:মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিং জানিয়েছেন, দিল্লি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৭,৮৬,৩৮২ জন।

হাইলাইটস

  • সকাল আটটায় শুরু হচ্ছে ভোটগ্রহণ
  • ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৬৭২ জন
  • বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোটপ্রচার
নয়াদিল্লি:

আজ দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election 2020) ভোটগ্রহণ পর্ব। সকাল আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২৬.৩ শতাংশ। নির্বাচনের ভোটগণনা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি। ২০১৫ সালে বিপুল আসনে জিতে জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ। সেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তারা। অন্যদিকে বিজেপি চাইছে ২০ বছর এখানে ক্ষমতায় না থাকার পর অবশেষে জয় পেয়ে এখানে সরকার গড়তে। দিল্লির মুখ্য নির্বাচনি (Delhi Election Commission) আধিকারিক রণবীর সিং উল্লেখ করেন যে, সমস্ত জায়গায় “কড়া নিরাপত্তা” জারি হয়েছে এবং নির্বাচনী এলাকায় “কোনও সমস্যা নেই।” ভোটারদের কোনও সমস্যা হবে না। ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৬৭২ জন। ২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছিল আপ। সেই জয়ের ধারা বজায় রাখতে চায় তারা। অন্যদিকে বিজেপির আত্মবিশ্বাস লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখবে। লোকসভায় সাতটি কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির।

২০১৫ সালে আপ পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯.৬ শতাংশ ভোট।

আপের অধীনে রয়েছেন ৬০ জন বিধায়ক। একটি বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচনে জয়ী হয় বিজেপি। বাকি ছ'জন বিধায়ক অন্য দলে যোগ দিয়েছেন বলে বাতিল হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোটপ্রচার। ভোট শুরু হওয়ার ৩৮ ঘণ্টা আগে ভোটপ্রচার শেষ হয়েছে।

এবারের ভোটে থাকছে প্রযুক্তির ব্যবহার। তার মধ্যে রয়েছে কিউআর কোডস এবং মোবাইল অ্যাপ। ভোটগ্রহণকে কেন্দ্র করে দেশের রাজধানীতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শাহিনবাগ সহ অন্যান্য স্পর্শকাতর এলাকায় জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে সামনে রেখে, ওই এলাকার পাঁচটি ভোটকেন্দ্রকে “গুরুত্বপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং ভোটারদের আস্থা অর্জনের লাগাতার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিকরা। মোট ১.৪৭ কোটি ভোটারের শনিবারের ভোটগ্রহণে অংশ নেওয়ার কথা।

রণবীর সিং জানিয়েছেন, দিল্লি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৭,৮৬,৩৮২ জন। ১৮ থেকে ১৯ বছর বয়স্ক ভোটারের সংখ্যা ২,৩২,৮১৫ জন।

নির্বাচনি আধিকারিকরা জানান, মোট ভোটারের মধ্যে এবার পুরুষ ভোটার রয়েছেন ৮১,০৫,২৩৬ জন, মহিলা ভোটার সংখ্যা ৬৬,৮০,২৭৭ জন, চাকরিরত ভোটার ১১,৬০৮, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৬৯, প্রবীণ বা ৮০ বছরের ঊর্দ্ধে ভোটারের সংখ্যা ২,০৪.৮৩০ জন।

এর আগে বিশেষ পুলিশ কমিশনার (গোয়েন্দা) প্রবীণ রঞ্জন জানান, নিরাপত্তার দায়িত্বে থাকবে ১৯০ কোম্পানি বাহিনী।

এবারের ভোটগ্রহণে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা ২০১৯ লোকসভা নির্বাচনের প্রায় চারগুণ বলে জানিয়েছেন তিনি।

দিল্লি বিধানসভায় মোট বুথকেন্দ্র রয়েছে  ১৩,৭৫০টি, একটি অতিরিক্ত বুথ রয়েছে ২,৬৮৯টি জায়গায়। রণবীর সিং জানান, “গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি নিয়ে উদ্বেগ রয়েছে ৫১৬টি কেন্দ্রে। ৩,৭০৪টি বুথ রয়েছে এই ধরনের।''

শাহিনবাগ পড়েছে ওখলা বিধানসভা কেন্দ্রে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের বিক্ষোভ অবস্থান চলছে ওখানে। গত ১৫ ডিসেম্বর থেকে সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে শয়ে শয়ে মহিলা ও শিশু এখানে বিক্ষোভ অবস্থানে বসেছেন। সম্প্রতি নির্বাচনি কর্তৃপক্ষ প্রতিবাদীদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের ভোটদানে উৎসাহ দেন।

১১টি বিধানসভা কেন্দ্রে বুথে স্মার্টফোন রাখতে পারবেন ভোটাররা। যার মাধ্যমে তাঁরা ভোটারদের হেল্পলাইন অ্যাপ থেকে কিউআর কোডের সাহায্য নিতে পারবেন যদি বুথে ভোটার স্লিপ না আনতে পারেন।

এই ১১টি কেন্দ্র হল সুলতানপুর মাজরা, সিলামপুর, বল্লিমরন, বিজওয়াসান, ত্রিলোকপুরী, শকুর বস্তি, নয়াদিল্লি, রোহতাস নগর, ছত্রপুর, রাজৌরি গার্ডেন ও জংপুরা। 

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০-র LIVE Updates:

Feb 08, 2020 14:05 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE:  ভোট দেওয়ার পর প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর

View image on Twitter
Feb 08, 2020 14:04 (IST)
মহিলা ভোটারদের নিয়ে টুইট ঘিরে অরবিন্দ কেজরিওয়াল-স্মৃতি ইরানি বাগযুদ্ধ



দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অরবিন্দ কেজরিওয়াল টুইট করে সমস্ত মহিলাকে আবেদন জানান, বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য। এবং পুরুষদের সঙ্গে পরামর্শ করে তাঁদের ভোট দেওয়ার আর্জি জানান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এই টুইটের পর তাঁকে আক্রমণ করেন স্মৃতি। তিনি পাল্টা টুইট করে কেজরিওয়ালকে ''নারীবিদ্বেষী'' বলে কটাক্ষ করেন। তিনি টুইট করে জানান, ''অবশ্যই যান এবং ভোট দিন। একটি বিশেষ আবেদন সকল মহিলাদের, যেভাবে আপনারা ঘরের দায়িত্ব নিয়েছেন, দেশ ও দিল্লির দায়িত্বও আপনাদের উপরে। সমস্ত মহিলারা গিয়ে ভোট দিন এবং পরিবারের পুরুষদের সঙ্গে নিয়ে যান। পুরুষদের সঙ্গে আলোচনা করুন কাকে ভোট দেওয়া ঠিক হবে।''

তাঁর টুইটের ''পুরুষদের সঙ্গে আলোচনা করুন'' অংশকে কেন্দ্র করেই তাঁকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হিন্দিতে টুইট করেন, ''আপনি কি মনে করেন না মহিলারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কাকে ভোট করা যায়?'' তাঁর টুইটের সঙ্গে হ্যাশট্যাগ ছিল 'অ্যান্টিউওমেনকেজরিওয়াল'।

তাঁর ওই টুইটের পরে পাল্টা টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ''স্মৃতিজি, দিল্লির মহিলারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে তাঁরা ভোট দেবেন। এবং দিল্লি জুড়ে মহিলারা এই সিদ্ধান্তও নিয়েছেন কাকে তাঁদের পরিবার ভোট দেবে। শেষ পর্যন্ত তাঁদের ঘর চালাতে হয়।''

NDTV-কে কেজরিওয়াল জানান, তিনি বোঝাতে চেয়েছিলেন মহিলারা যেন পুরুষদের বলে দেন কাকে ভোট করতে হবে। তিনি বলেন, ''মহিলারা জানেন ঘর চালানো কত কঠিন। বিদ্যুতের হার ও মূল্য বাড়লে তাতে কারা আঘাত পাবে? তাই আমি বলতে চেয়েছি ওঁদের উচিত পুরুষদের বলে দেওয়া কাকে ভোট দিতে হবে।''

Feb 08, 2020 14:02 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: প্রথমবার ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়ালের পুত্র পুলকিত

এদিন সাতসকালে ভোট দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে ছিল তাঁর পরিবারও। তাঁর পুত্র পুলকেশ প্রথমবার ভোট দিলেন। 

Feb 08, 2020 14:00 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: বাপরোলা গ্রামে ভোট দিলেন কুস্তিগির সুশীল কুমার

View image on Twitter
Feb 08, 2020 13:58 (IST)
Delhi Assembly Election Voting Day: একনজরে দিল্লি বিধানসভা নির্বাচনের হেভিওয়েট প্রার্থীরা

View image on Twitter
Feb 08, 2020 13:57 (IST)
দুপুর ১টা পর্যন্ত ২০.২ শতাংশ ভোট পড়েছে। 

View image on Twitter


Feb 08, 2020 12:43 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দেওয়ার পরে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি ভঢরা

Feb 08, 2020 12:41 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: কন্যা প্রতিভাকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বেরোচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আডবানি

View image on Twitter
Feb 08, 2020 12:40 (IST)
View image on Twitter
Feb 08, 2020 12:40 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: ভোটের পরে বিজেপি সাংসদ বিজয় গোয়েল ও তাঁর স্ত্রী 

View image on Twitter
Feb 08, 2020 12:39 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE:  ভোটদানের পরে মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরা

View image on Twitter
Feb 08, 2020 12:37 (IST)
বেলা ১২টা পর্যন্ত ভোট পড়ল ১৫.৬ শতাংশ

View image on Twitter
Feb 08, 2020 11:46 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও তাঁর স্ত্রী গুরশরণ কউর

Image

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও তাঁর স্ত্রী গুরশরণ কউর ভোট দিলেন নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের নির্মাণ ভবনে। 
Feb 08, 2020 11:43 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানালেন বিজেপি নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে

View image on Twitter
Feb 08, 2020 11:39 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দিতে সনিয়া গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি বঢরা

View image on Twitter
Feb 08, 2020 11:38 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দেওয়ার পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধি

View image on Twitter
Feb 08, 2020 11:37 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: সপরিবারে ভোট দিলেন বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু 

View image on Twitter
Feb 08, 2020 11:36 (IST)
Delhi Assembly Election Voting Day LIVE: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৬.৩ শতাংশ
Feb 08, 2020 10:52 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

View image on Twitter


Feb 08, 2020 10:45 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দেওয়ার পরে আপ প্রার্থী রাঘব চাড্ডা 

View image on Twitter
Feb 08, 2020 10:43 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী ভোট দিলেন

View image on Twitter

Feb 08, 2020 10:42 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: নিরাপদ ও সুষ্ঠু ভোটদানের বন্দোবস্ত দিল্লিতে

যাতে নিরাপদে ও সুষ্ঠুভাবে ভোটদান করা যায় দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে, সেজন্য ১৯০ কোম্পানি সিএপিএফ সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৯.০০০ হোমগার্ড এবং ৪২,০০০ দিল্লি পুলিশকর্মীদেরও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমস্ত বুথে সিসিটিভি রাখা হয়েছে।
Feb 08, 2020 10:38 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি

View image on Twitter


Feb 08, 2020 10:37 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: দিল্লির শকরপুরে পরিবারের সঙ্গে ভোট দিতে এলেন সদ্য বিবাহিত দম্পতি


View image on TwitterView image on Twitter
Feb 08, 2020 10:35 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: উত্তর-পূর্ব দিল্লিতে এক নির্বাচনি আধিকারিকের মৃত্যু
Feb 08, 2020 10:34 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: ভোট দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ও আপ নেতা মণীশ সিসোদিয়া

View image on Twitter
Feb 08, 2020 10:33 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: সপরিবারে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল

''আপনাদের অংশগ্রহণ গণতন্ত্রকে মজবুত করে'', সপরিবারে ভোটদানের পরে টুইট করে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

View image on Twitter


Feb 08, 2020 09:56 (IST)
2020 Delhi Assembly Election Voting Day: ভোট দিলেন চাঁদনি চক কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা

View image on Twitter
Feb 08, 2020 09:52 (IST)
Delhi Election 2020: চলছে দিল্লি বিধানসভার ভোটদান পর্ব

Feb 08, 2020 09:47 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE: ইভিএমে ত্রুটি দুই বুথে

এখ‌নও ভোট শুরু হয়নি যমুনা বিহারের সি১০ ব্লক বুথে। ইভিএমে যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই এই বিলম্ব। নির্বাচন কমিশনের প্রযুক্তিবিদদের দল ঘটনাস্থলে উপস্থিত। এছাড়াও নয়াদিল্লি বিধানসভার সর্দার পটেল বিদ্যালয়ের বুথ নম্বর ১১৪-তেও ইভিএম কাজ করছে না।
Feb 08, 2020 09:44 (IST)
2020 Delhi Assembly Election Voting Day LIVE:  ভোট দিলেন বিজেপির মীনাক্ষী লেখি

Feb 08, 2020 09:00 (IST)
2020 Delhi Assembly Election Voting Day:  ভোট দিতে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
Feb 08, 2020 08:53 (IST)
2020 Delhi Assembly Election Voting Day:  মাতিয়ালায় ভোট দিলেন বিজেপির পরবেশ ভার্মা


Feb 08, 2020 08:51 (IST)
2020 Delhi Assembly Election Voting Day: ভোট দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভোট দিলেন তুঘলক ক্রিসেন্টের ভোটগ্রহণ কেন্দ্র এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউমানিটিস এডুকেশন-তে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, ''প্রত্যেক নাগরিকের প্রাথমিক দায়িত্ব ভোট দেওয়া। ওখানে যাওয়া এবং অবদান রাখা গুরুত্বপূর্ণ।''
Feb 08, 2020 08:36 (IST)
2020 Delhi Assembly Election Voting Day: সমস্ত ভোটারদের উদ্দেশে আর্জি জানিয়ে টুইট অমিত শাহর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দিল্লির ভোটারদের উদ্দেশে টুইট করে লেখেন, ''দিল্লিকে শুদ্ধ বায়ু, পরিশ্রুত জল ও প্রত্যেক গরিবকে নিজের ঘর দিয়ে একে বিশ্বের সবচেয়ে ভাল রাজধানী কেবল এক দূরদর্শী ভাবনা ও শক্তিশালী সরকারই দিতে পারে। আমি দিল্লির জনতার কাছে আর্জি জানাই দিল্লিকে মিথ্যে ভোটব্যাঙ্কের রাজনীতি থেকে মুক্ত করার জন্য।''
Feb 08, 2020 08:31 (IST)
2020 Delhi Assembly Election Voting Day: বিজেপি সভাপতি জেপি নাড্ডা বার্তা দিলেন দিল্লির ভোটারদের

বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লির সকল নাগরিকের কাছে আর্জি জানালেন বিপুল সংখ্যায় ভোট করার জন্য। এদিন তিনি হিন্দিদেত টুইট করে লেখেন, ''দিল্লির সব ভোটদাতাকে আর্জি জানাই, অধিক সংখ্যায় ভোটদানে যোগ দিয়ে গণতন্ত্রের মহাপর্বের অংশীদার হতে। দেশের একতা, অখণ্ডতা এবং দিল্লির সম্পূর্ণ বিকাশের জন্য আপনাদের এক-একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভোটই আপনার দিল্লির সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। জয় হিন্দ।''
Feb 08, 2020 08:28 (IST)
2020 Delhi Assembly Election Voting Day: দিল্লির যুবাদের উদ্দেশে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দি ও ইংরেজি দু'ভাষাতেই টুইট করে দিল্লির ভোটারদের ভোট দেওয়ার আর্জি জানালেন। বিশেষ করে দিল্লির যুবাদের ভোটদানের আর্জি জানান প্রধানমন্ত্রী। সবাইকে ভোটদানের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটদানের নতুন রেকর্ড কায়েম করতে। 
Feb 08, 2020 08:23 (IST)
শুরু হয়েছে ভোটদান পর্ব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ হিন্দিতে সমস্ত ভোটারকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। বিশেষ করে মহিলাদের ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি।
Feb 08, 2020 08:11 (IST)
2020 Delhi Election Voting: টুইট করলেন‌ মণীশ সিসোদিয়া

দিল্লিপ উপ মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া দিল্লির বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে টুইট করলেন। তিনি টুইটে লেখেন, ''সব দিল্লিবাসীকে গণতন্ত্রের মহান উপলক্ষে শুভেচ্ছা। আজ ভোট দিন আপনার শিশুর ভাল শিক্ষার জন্য। ঝাঁটা চিহ্নে ভোট দিন।''
Feb 08, 2020 08:07 (IST)
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ভোটদান চলবে বিকেল ৬টা পর্যন্ত। 
Feb 08, 2020 07:56 (IST)
করলবাগ বিধানসভা কেন্দ্রের ঝান্ডেওয়ালা অঞ্চলে আসতে শুরু করেছেন ভোটাররা। আপের হয়ে এই কেন্দ্রে প্রার্থী বর্তমান বিধায়ক বিশেষ রবি। বিজেপি প্রার্থী যোগেন্দ্র চান্ডোলিয়া। কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন গৌরব ধনক।

Feb 08, 2020 07:44 (IST)
ভোট শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। দিল্লির জামিয়া অঞ্চলে গাড়িগুলি পরীক্ষা করা হচ্ছে। জামিয়া ও পার্শ্ববর্তী শাহিনবাগ অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের জন্য ওই অঞ্চলকে স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা ওই অঞ্চলের দিকে টানা নজর রাখবে সিসিটিভির মাধ্যমে।
Feb 08, 2020 07:39 (IST)
দিল্লির হরিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তেজিন্দর পাল সিংহ ফতেনগর গুরদ্বারে প্রার্থনা করতে এলেন ভোটগ্রহণ পর্ব শুরুর কিছু সময় আগে।
Feb 08, 2020 07:37 (IST)
2020 Delhi Election Voting: দিল্লি মেট্রোর পরিষেবা শুরু ভোর চারটে থেকে

শনিবার ভোর ৪.০০ থেকে শুরু হয়েছে দিল্লির মেট্রো পরিষেবা। নির্বাচন কমিশনের কর্মী ও অন্যরা যাতে স্বচ্ছন্দে নির্বাচনি কেন্দ্রে পৌঁছতে পারে তাই ব্যবস্থা।
Feb 08, 2020 07:34 (IST)
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন ত্রিমুখী হতে চলেছে শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে।
Feb 08, 2020 07:34 (IST)
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ ১১ ফেব্রুয়ারি। 
Feb 08, 2020 07:33 (IST)
সকাল আটটায় শুরু হচ্ছে ভোটগ্রহণ। চলবে বিকেল ছ'টা পর্যন্ত। এরপর হবে এগজিট পোল। 
Feb 08, 2020 07:01 (IST)
মোট বুথকেন্দ্র রয়েছে ১৩,৭৫০টি।
Feb 08, 2020 07:00 (IST)
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৭,৮৬,৩৮২ জন। ১৮ থেকে ১৯ বছর বয়স্ক ভোটারের সংখ্যা ২,৩২,৮১৫ জন।
Feb 08, 2020 07:00 (IST)
মোট ১.৪৭ কোটি ভোটারের শনিবারের ভোটগ্রহণে অংশ নেওয়ার কথা।
Feb 08, 2020 06:59 (IST)
সকাল আটটায় শুরু হচ্ছে ভোটগ্রহণ। ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৬৭২ জন।
.