Read in English
This Article is From Feb 08, 2020

২০১৫ সালের তুলনায় দিল্লি বিধানসভা নির্বাচনে অনেকটাই কমল ভোটদানের হার

Delhi Election Voting: শাহিনবাগ ও দিল্লির বেশ কিছু স্পর্শকাতর অঞ্চল সহ প্রায় সমস্ত ভোটকেন্দ্রেই কড়া নিরাপত্তা জারি

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

দিল্লি বিধানসভায় মোট বুথকেন্দ্র রয়েছে ১৩,৭৫০টি, একটি অতিরিক্ত বুথ রয়েছে ২,৬৮৯টি জায়গায়. (প্রতীকি ছবি)

আজ দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election 2020) ভোটগ্রহণ পর্ব, এবারের ভোটে থাকছে প্রযুক্তির ব্যবহার, তারমধ্যে রয়েছে কিউআর কোডস, এবং মোবাইল অ্যাপ। ভোটগ্রহণকে কেন্দ্র করে দেশের রাজধানীতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং শাহিনবাগ সহ অন্যান্য স্পর্শকাতর এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন ত্রিমুখী হতে চলেছে শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে সামনে রেখে, ওই এলাকার পাঁচটি ভোটকেন্দ্রকে “গুরুত্বপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং ভোটারদের আস্থা অর্জনের লাগাতার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিকরা।
  1. দিল্লির মুখ্য নির্বাচনী (Delhi Election Commission) আধিকারিক রণবীর সিং উল্লেখ করেন যে, সমস্ত জায়গায় “কড়া নিরাপত্তা” জারি হয়েছে এবং নির্বাচনী এলাকায় “কোনও বিপত্তি নেই”, ভোটারদের কোনও সমস্যা হবে না।

  2. তিনি জানিয়েছেন, দিল্লি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৭,৮৬,৩৮২ জন, ১৮ থেকে ১৯ বছর বয়স্ক ভোটারের সংখ্যা ২,৩২,৮১৫ জন।

  3. নির্বাচনী আধিকারিকরা জানান, মোট ভোটারের মধ্যে এবার পুরুষ ভোটার রয়েছেন ৮১,০৫,২৩৬ জন, মহিলা ভোটার সংখ্যা ৬৬,৮০,২৭৭ জন, চাকরিরত ভোটার ১১,৬০৮, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৬৯, প্রবীণ বা ৮০ বছরের ঊর্দ্ধে ভোটারের সংখ্যা ২,০৪.৮৩০ জন।

  4. বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় ভোটপ্রচার।  ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে ৬৭২ জন প্রার্থী।

  5. এর আগে বিশেষ পুলিশে কমিশনার (গোয়েন্দা) প্রবীণ রঞ্জন জানান, নিরাপত্তার দায়িত্বে থাকবে ১৯০ কোম্পানি বাহিনী।

  6. Advertisement
  7. এবারের ভোটগ্রহণে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা ২০১৯ লোকসভা নির্বাচনের প্রায় চারগুণ বলে জানিয়েছেন তিনি।

  8. দিল্লি বিধানসভায় মোট বুথকেন্দ্র রয়েছে  ১৩,৭৫০টি, একটি অতিরিক্ত বুথ রয়েছে ২,৬৮৯টি জায়গায়।

  9. রণবীর সিং জানান, “গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি নিয়ে যতটা উদ্বেগ রয়েছে, ৫১৬টি জায়গা, এবং ৩,৭০৪টি বুথ রয়েছে এইধরণের”।

Advertisement